এবার আন্তর্জাতিক সংগীতের সিলেবাসে সলিল এবং আর ডি, থাকবে সত্যজিৎ রায়ের গানও
বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সারা পৃথিবীর সংগীতের পড়ুয়ারা শিখবেন আর ডি বর্মন, সলিল চৌধুরী, সত্যজিত্ রায়ের গান। আন্তর্জাতিক ক্ষেত্রে সংগীতের পাঠক্রমে তাঁদের সংগীতকলা অন্তর্ভুক্তির প্রয়াস শুরু হল। এই প্রয়াস নিতে চলেছে কলকাতার মিউজিকা আর্টস অ্যান্ড কালচার কাউন্সিল। আজ, সোমবার কলকাতার এই প্রতিষ্ঠানের সঙ্গে রাশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদানের মউ স্বাক্ষর হতে চলেছে।
এদিন গোর্কি সদনে রাশিয়ান সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের অধীনস্থ সারাতভ স্টেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষরিত হবে। উদ্যোক্তাদের দাবি, রাশিয়ার কোনও সরকারি মিউজিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চুক্তি এই প্রথম। এই মউ স্বাক্ষরিত হওয়ার ফলে ভারতীয় পড়ুয়াদের কী লাভ হবে? রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী মিউজিকা আর্টস অ্যান্ড কালচার কাউন্সিলের কর্ণধার সুরেন্দ্রনাথ মজুমদার বলেন, ‘আমাদের দেশে মূলত কানে শুনে অর্থাত্ গুরু-শিষ্য পরম্পরার মাধ্যমে গান শেখা হয়। বিদেশে নোটেশন পড়ে শেখানো হয়। নোটেশনের উপর আমার বেশ কয়েকটি বই রয়েছে। তার ফলে আমাদের দেশের ও বিদেশের পড়ুয়ারা এখন সলিল চৌধুরী, আর ডি বর্মন, সত্যজিত্ রায়ের গানের বিষয়ে শিখতে পারছে। মউ স্বাক্ষরের ফলে শিক্ষামূলক ও সাংস্কৃতিক আদানপ্রদান শুরু হবে। সংগীতে স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণার রাস্তা খুলছে। গোর্কি সদনে মউ স্বাক্ষরের পর সন্ধ্যায় রোটারি সদনে কনসার্ট হবে।’