• ‘ছোটোবেলায় ২৫ টাকা দিয়ে ডোভার লেনের টিকিট কাটতাম’ : তেজেন্দ্রনারায়ণ মজুমদার
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • সায়নদীপ ঘোষ: ‘সম্ভবত ১৯৯১ সালে দ্য ডোভার লেন সংগীত সম্মেলনে প্রথমবার সরোদ বাজানোর সুযোগ পেয়েছিলাম। এই মঞ্চ সবার থেকে আলাদা। এবছর আমার অনুষ্ঠান দিয়ে সম্মেলন শেষ হবে। আমার সঙ্গে তবলায় থাকবেন সুখবিন্দর সিং পিঙ্কি’, বলছিলেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। আসন্ন অনুষ্ঠানের আগে কথা বলতে বলতে আবেগঘন হয়ে পড়লেন শিল্পী। একটু থেমে বললেন, ‘ছোটোবেলায় ২৫ টাকা দিয়ে ডোভার লেনের টিকিট কাটতাম। রাত বাড়তেই ধীরে ধীরে সামনের দিকে চলে যেতাম। একদম সামনে বসে পণ্ডিত ভীমসেন জোশির মতো শিল্পীর গান শুনেছি। ওঁর গলায় ‘যো ভজে হরি কো সদা’ না শুনে বাড়ি ফিরতে পারতাম না। এসব অভিজ্ঞতা সত্যিই ভোলা যায় না।’ নবীন শিল্পীদের বড়ো মঞ্চে সুযোগ দেওয়া কতটা জরুরি? তেজেন্দ্রনারায়ণের জবাব, ‘প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে নবীনদের সুযোগ দিতে হবে। তাহলে শ্রোতারা তাঁদের চিনতে পারবেন। বহু তরুণ শিল্পীকে প্রথমবার বড়ো মঞ্চে বাজানোর সুযোগ দিয়েছে ডোভার লেন। আজ তাঁরাই প্রতিষ্ঠিত শিল্পী।’
  • Link to this news (বর্তমান)