• আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি; আটক অনেকে
    আজ তক | ২১ জানুয়ারি ২০২৬
  • আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়। স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে বুধবার শিয়ালদা স্টেশন চত্বরে জড়ো হচ্ছিলেন আশাকর্মীরা। অভিযোগ, দিকে দিকে তাঁরা পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন। স্টেশনের ভিতর প্ল্যাটফর্মে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এঁদের মধ্যে অনেককেই আটক করা হয়েছে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে একাধিক এলাকায় আশাকর্মীদের ধস্তাধস্তি হয়েছে বলেও খবর। এর এসবের মধ্যে অফিস টাইমে নিত্যযাত্রীরা হয়রানির শিকার হন। শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্ম কার্যত অবরুদ্ধ। 

    আশাকর্মীদের বিক্ষোভ
    স্বাস্থ্য ভবনে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরুপ নিগমের কাছে তাঁদের ডেপুটেশন দেওয়ার কথা বুধবার। সেই ডেপুটেশানে যোগ দিতেই এদিন সকালে পুরুলিয়া-বাঁকড়া এমনকী উত্তরবঙ্গ থেকেও একাধিক এক্সপ্রেস ট্রেনে চড়ে কলকাতার উদ্যেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করেন আশাকর্মীদের একাংশ। কলকাতাগামী আশাকর্মীদের আটকাতে এদিন ভোর থেকেই স্টেশনে স্টেশনে মোতায়েন ছিল বিপুল সংখ্যক মহিলা পুলিশ। আশাকর্মীরা শিয়ালদা স্টেশনে পৌঁছতেই মহিলা পুলিশ আশা কর্মীদের ঘিরে ধরে। বেশ কয়েকজন আশা কর্মীকে গাড়িতে চাপিয়ে থানায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। ধরপাকড় এবং আটক অভিযান ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোথাও আবার পুলিশের চোখে ধুলো দিয়ে পোশাক বদলে কলকাতার ট্রেনের চড়ে বসলেন আশাকর্মীরা।

    আশাকর্মীদের অভিযোগ, বাঁকুড়া থেকে কলকাতামুখী ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। কলকাতায় আসার জন্য খাতড়ার সিমলাপাল রোড এলাকা থেকে কোনও বাস পাওয়া যাচ্ছে না। বাস মালিকদের প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ। খাতড়া-বাঁকুড়া ও খাতড়া-সিমলাপাল রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।  দুর্গাপুর স্টেশনে প্রবেশের মুখে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন আশাকর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, প্ল্যাটফর্মে যেতে নিষেধ করে পুলিশ। পরে আশাকর্মীদের একাংশ কার্যত জোর করে স্টেশন ঢুকে হাওড়াগামী ট্রেনে চড়ে বসেন। একই অভিযোগ উঠেছে বেলদা স্টেশনে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদিকা পাপিয়া দাস অধিকারীকে খাকুড়দায় বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।  

    কেন বিক্ষোভ?
    মাসিক ভাতা বৃদ্ধি সহ নিজেদের বেশ কিছুর দাবির ভিত্তিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে রাজ্যে কর্মরত আশাকর্মীদের একটা বড় অংশ। ১৫ হাজার টাকা বেসিক পে, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে এদিন স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে তাঁদের। দেওয়ার কথা ডেপুটেশন। গত ২৩ নভেম্বর থেকে টানা কর্মবিরতি রয়েছে এই আন্দোলনকারী আশাকর্মীরা। 

    চন্দ্রিমার আর্জি
    শিয়ালদা স্টেশনে ধরপাকড়, আশাকর্মীদের আটক অভিযান ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আটক করে নিয়ে যাওয়া হলেও স্লোগান থামেনি তাঁদের। এই অবস্থায় তাঁদের কাছে আর্জি রেখেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, 'রাজনৈতিক ভাবে আপনাদের ব্যবহার করা হচ্ছে। ফাঁদে পা দেবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো এই সমস্ত লোকেদের কিছু চাঁদাও দিয়েছেন বলে শুনেছি। সঠিক জানি না।' তিনি এদিন জানান,  বাম জমানায় আশাকর্মীদের ৮০০ টাকা স্থায়ী সাম্মানিক দেওয়া হতো। ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে তা ছ’বার বাড়িয়ে বর্তমানে ৫ হাজার ২৫০ টাকা করা হয়েছে।  

     
  • Link to this news (আজ তক)