• কলকাতা-সহ রাজ্যজুড়ে কুয়াশার দাপট, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
    আজ তক | ২১ জানুয়ারি ২০২৬
  • শীতের মারকাটারি ইনিংস শেষ। মাত্র সপ্তাহখানেক দাপট দেখিয়ে কলকাতা থেকে আপাতত শীতের বিদায়। ভবিষ্যতে ঠান্ডার কামব্যাক হবে কিনা, তা এখনও স্পষ্ট না হলেও, আগামী এক সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা যে নেই, তা স্পষ্ট করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী এক সপ্তাহ কলকাতায় আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

    যদিও কুয়াশার সতর্কতা থাকছে একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৭ দিনই কুয়াশার প্রভাব দেখা যাবে।

    মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, গতকাল দক্ষিণবঙ্গের মধ্যে কল্যাণী ও উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিঙে তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন ৩ ডিগ্রি। অন্যদিকে কলকাতার আলিপুরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির আশেপাশে।

    কেন বাড়ছে তাপমাত্রা?

    হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের আশপাশে। পাশাপাশি পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতেও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এখানেই শেষ নয়, বুধবার আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে। এছাড়া কোমোরিন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি অসম, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের উপরও একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই কারণেই উত্তুরে হাওয়ার খেলা বন্ধ হয়েছে। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। 

    সরস্বতী পুজোয় আবহাওয়া কেমন থাকবে?

    কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে স্পষ্ট বলা হয়েছে, আগামী ৭ দিন আবহাওয়ার ক্ষেত্রে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। অর্থাৎ সরস্বতী পুজোতেও আজকের মতোই আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১০-১১ ডিগ্রি থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে ৩ ও সমতলের দিকে ৯-১০ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে।

    কবে শীত বিদায়? 

    ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। আর সরস্বতী পুজোয় সেই ট্রেন্ড আরও প্রকট হবে। তখন থেকে বেলা বাড়তেই অনুভব হবে গরম। আর মনে করা হচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এবারের মতো বাংলা থেকে বিদায় নিতে পারে শীত। যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি হাওয়া অফিস। 

     
  • Link to this news (আজ তক)