কলকাতা, ২১ জানুয়ারি: মাসে ন্যূনতম ১৫ হাজার টাকা ভাতা-সহ একগুচ্ছ দাবিতে রাজ্যে আন্দোলনে নেমেছেন আশাকর্মীরা। প্রায় একমাস ধরে তাঁদের এই আন্দোলন চলছে। আজ, বুধবার ফের স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগে সকাল থেকে জেলায় জেলায় ব্যাপক ধড়পাকড়ের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কোথাও আশাকর্মীদের কলকাতাগামী বাস থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়। কোথাও আবার ট্রেনে উঠতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা। রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ।পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ নম্বর ব্লকের ৬০ জন আশাকর্মী স্বাস্থ্য ভবন কর্মসূচীতে যোগ দিতে বাসে করে কলকাতা যাচ্ছিলেন। বর্ধমান-সিউড়ি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় শিবদা মোড়ে আচমকা তাঁদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এরপরেই জাতীয় সড়ক অবরোধ শুরু করেন ক্ষুব্ধ আশাকর্মীরা। যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে জাতীয় সড়কে৷এদিকে, আশাকর্মীদের প্ররোচনায় পা দেওয়ার দেওয়ার আবেদন করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘রাজনীতির শিকার হবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন। তৃণমূলের আমলে আপনাদের ভাতা ৬ গুণেরও বেশি বেড়েছে। মনে রাখবেন, যাঁরা আপনাদের উস্কানি দিচ্ছেন, রাজ্যে তাঁদের কোনও গুরুত্ব নেই।’ রাজ্যে সব মিলিয়ে প্রায় ৭২ হাজার আশাকর্মী আছেন। নানা ইস্যুতে তাঁদের একাংশ আন্দোলনে নেমেছেন।