• চণ্ডীপুরে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল তরুণ চিকিৎসকের
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৬
  • মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল তরুণ চিকিৎসকের। মঙ্গলবার রাতে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের চণ্ডীপুর থানার গড়গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় চয়নদীপ দাস (৩০) নামে ওই চিকিৎসকের। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার চণ্ডীপুর ব্লকের এড়াশাল গ্রামীণ হাসপাতালে কর্মরত ছিলেন। আদি বাড়ি মেদিনীপুরে। এখন থাকতেন হাওড়ার আন্দুলে। সেখান থেকেই চণ্ডীপুরে ডিউটিতে যেতেন। SSKM হাসপাতালের ২০১৩ সালের ব্যাচ ছিলেন তিনি। এ বছর নিট-পিজি ক্র্যাক করার পরে বিসি রায় মেমোরিয়াল হাসপাতালে এমডি পেডিয়াট্রিক্স পেয়েছিলেন। ভর্তি হওয়ার আগেই এই অঘটন।

    স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত আটটা নাগাদ চণ্ডীপুর ব্লকের গড়গ্রামে এই দুর্ঘটনা ঘটে। একজনের মোটরবাইকের পিছনে বসে তিনি যাচ্ছিলেন। সেই সময়ে একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান। কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

    নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিতকুমার দেওয়ান বলেন, ‘এড়াশাল রুরাল হাসপাতালের ডাক্তার ছিলেন চয়নদীপ। ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। বাইকের পিছনে বসেছিলেন। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। চণ্ডীপুর থানার ওসি এসকে আসিফউদ্দিন জানান, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)