তেলঙ্গানায় বিষাক্ত ‘লিথাল ইঞ্জেকশন’ দিয়ে আরও ১০০ পথকুকুরকে খুনের অভিযোগ। ১৯ জানুয়ারি ঘটনাটি ঘটেছে রঙ্গারেড্ডি জেলার ইয়াচারাম গ্রামে। এর আগে চলতি মাসের শুরুতেই এই রাজ্যে ৫০০-র বেশি কুকুরকে একই ভাবে বিষ দিয়ে মারার অভিযোগ সামনে এসেছিল। ভোটের আগে গ্রামকে কুকুরমুক্ত করার যে প্রতিশ্রুতি প্রার্থীরা দিয়েছিলেন, তা পালন করতেই এমন নৃশংস কাণ্ড, এমনটাই উঠে এসেছে তদন্তে।
গত বছরের ডিসেম্বরে তেলঙ্গানায় গ্রাম পঞ্চায়েত নির্বাচন ছিল। সেই সময়ে অনেক প্রার্থীই কুকুর ও বাঁদরের উপদ্রব থেকে গ্রামবাসীদের বাঁচানোর আশ্বাস দিয়েছিলেন। অভিযোগ, নির্বাচনে জয়ী হওয়ার পর সেই প্রতিশ্রুতি পূরণ করতে গিয়েই অমানবিক এই নিধনযজ্ঞ।
তদন্তকারীদের অভিযোগ, পরিকল্পনামাফিক কুকুরদের খাবারের বিষ মিশিয়ে বা সরাসরি বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে মারা হয়েছে। ঘটনায় অভিযোগের তির খোদ গ্রাম প্রধান (সরপঞ্চ), পঞ্চায়েত সচিব এবং ওয়ার্ড সদস্যের দিকে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ধারায় মামলা রুজু হয়েছে। গ্রামবাসীদের একাংশও এই মর্মান্তিক ঘটনার কথা স্বীকার করেছেন। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
এর আগে তেলঙ্গানার শ্যামপেট, আরেপল্লি এবং পালভাঞ্চা এলাকায় প্রায় ৫০০ কুকুরের দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনাতেও ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়, যার মধ্যে ৭ জনই ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান।