দলের কোনও স্থানীয় পদাধিকারী যদি খারাপ ব্যবহার করেন, ‘এক ডাকে অভিষেক’-এ জানানোর কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার পুরুলিয়ার হুড়ায় রণ সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ, তৃণমূলের কোনও স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেন, আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন। তাঁদের জন্য তৃণমূলের থেকে মুখ ফেরাবেন না।’ তিনি আরও বলেন, তৃণমূলের যাঁকেই ভোট দিন, সেই ভোট আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া।
২০১১, ২০১৬, ২০২১— পর পর তিন বার সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ পুরুলিয়ার সালে ৯টি বিধানসভার মধ্যে তৃণমূল ৭টিতে জেতে। যদিও ২০১৯ ও ২০২৪-এ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি। ২০২১-এর ভোটে তৃণমূল জেতে তিনটি আসন—বান্দোয়ান, মানবাজার, বাঘমুণ্ডি। বাকিগুলিতে জয়ী হয় বিজেপি। অভিষেক এ বার ৯টির মধ্যে ৯টিই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন।
অভিষেক বলেন, ‘ভালোবাসার ঋণ উন্নয়নের নিরিখে পরিশোধ করব। কথা দিলাম। নির্বাচনের ফল ঘোষণার তিন মাসের মধ্যে শুধু সংসদ নয়, রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে ২০ জনের ডেলিগেশন নিয়ে গিয়ে রেল সমস্যার প্রতিকার করব। বিজেপি চাক বা না চাক, যে ট্রেনের গন্তব্য হাওড়া, তাকে সাঁতরাগাছি নয়, হাওড়াতেই ঢোকাতে হবে। রাত ১০টায় প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার কথা থাকলে, তা ১০টার মধ্যেই ঢুকতে হবে। আধ ঘণ্টার এ দিক ও দিক হতে পারে। সপ্তাহে সাত দিনই সাড়ে ১০টায় ট্রেন ঢুকবে বলে রাত ২টোয় ট্রেন ঢুকবে, সকাল ৬টায় ট্রেন ঢুকবে বলে সকাল ১০টায় ট্রেন ঢুকবে, এটা হতে পারে না।’
অভিষেক প্রশ্ন তোলেন, দিনের পরে দিন, চক্রধরপুরের ট্রেন লেট করে। একটা ট্রেন পুরুলিয়া থেকে হাওড়া যাওয়ার কথা থাকলেও, সাঁতরাগাছিতে গিয়ে থেমে যায়। বিজেপির ৬ জন বিধায়ক, সাংসদ কী কাজ করেছেন?
অভিষেক আরও বলেন, আগে যাঁরা সিপিএম করতেন, এখন বিজেপির মুখ হয়েছেন। ‘জার্সি বদল’-এর উদাহরণ হিসেবে অভিষেক বলেন, ‘পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন সিপিএম নেতা সুবিনয় মুখোপাধ্যায় এসএফআই করতেন, এখন বিজেপির পুরুলিয়া শহরের মণ্ডল সভাপতি। নাড়ুগোপাল বাউড়ি প্রাক্তন ডিওয়াইএফআই নেতা এখন পুরুলিয়া-২ ব্লকের নেতা, সৌরভ সিনহা, রাজেশ মণ্ডলরা এখন বিজেপির নেতা। পারা বিধানসভায় জয়দেব মণ্ডল আগে সিপিএম করতেন এখন বিজেপির নেতা। মানবাজারের মনসারাম সিংহ সরকার, নীলোৎপল সিংহ, জয়পুরের নরহরি মাহাতো ফরওয়ার্ড ব্লকের দু’বারের সাংসদ এখন বিজেপির বিধায়ক। রাজ্জাক আনসারি, শ্রীপতি মাহাতো সব সিপিএমের, নাম লিখিয়েছে বিজেপিতে গিয়ে।’ আসন বাড়িয়ে তৃণমূল পুরুলিয়ায় ফিরবে, এ দিন সেই বার্তাও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।