জল্পনার অবসান, বাম-কংগ্রেসের সঙ্গে জোটে লড়তে প্রস্তুত ISF; ঘোষণা নওশাদের
আজ তক | ২১ জানুয়ারি ২০২৬
বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়তে প্রস্তুত ISF। বুধবার কলকাতায় শহিদ মিনারের সভা থেকে এ কথা ঘোষণা করলেন দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন নওশাদ বলেন, 'কংগ্রেস, বামফ্রন্ট এবং সমস্ত দল যারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে ও সংবিধানের নিরপেক্ষতাকে প্রাধান্য দেয়, আমরা তাদেরকে আমরা গ্রহণ করব।' একইসঙ্গে তিনি বলেন, 'আমরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলছি না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ গোটা BJP-কে হারানোর কথা বলছি। আগামী নির্বাচনে যদি মানুষ আমাদের সুযোগ দেয়, আমরা একটি সুষ্ঠু, সুন্দর, সমাজব্যবস্থা গড়ে উপহার দেব। যেখানে আনিসের মতো ঘটনা ঘটতে দেব, তিলোত্তমার মতো কারও সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেব না,তামান্নার মতো ফুটফুটে বাচ্চার সঙ্গে এমনটা ঘটবে না। নারী-পুরুষ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার বজায় থাকবে।'
নওশাদের মন্তব্যের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে CPIM নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, দলীয় স্তরে কথাবার্তা চলছে। নওশাদ ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বলেই মনে করছেন তিনি। সেক্ষেত্রে সম মনোভাবাপন্ন সমস্ত দলগুলিকে একসঙ্গে নিয়েই লড়াইয়ের কথা বলেছেন তিনিও। সেই মতোই আলোচনা হবে দলের অন্দরে।
এদিকে, তিরুবনন্তপুরমে সদ্য সমাপ্ত ৩ দিনের CPIM কেন্দ্রীয় কমিটির বৈঠকেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়াইয়েরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবলমাত্র কংগ্রেস নয়, BJP এবং তৃণমূলকে হারাবে সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে CPIM জোট গড়বে বলেই জানানো হয়েছে। CPIM কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর প্রকাশিত ইস্তেহারে বলা হয়েছে, 'পশ্চিমবঙ্গে তৃণমূল এবং BJP, উভয়কে পরাজিত করতে আমরা লড়ব। কারণ তারা সমাজে মেরুকরণের চেষ্টা করছে। আমরা তাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সমস্ত শক্তিকে একত্রিত করার চেষ্টা করব।' সেক্ষেত্রে কংগ্রেসের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে কিছু না বলা বলেও ISF বিধায়কের বার্তা বামেরা ইতিবাচক হিসেবেই গ্রহণ করতে চলেছে বলে মত বিশ্লেষকদের।