• রোদে মাঠে খেলতে নিষেধ করেছিলেন মা, অভিমানে আত্মঘাতী কিশোর
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • বিদ (মহারাষ্ট্র), ২১ জানুয়ারি: বাইরে প্রচণ্ড রোদ। তাই বন্ধুর সঙ্গে বাড়িতে খেলার কথা বলেছিলেন মা। বাইরে বেরোতে দেননি। অভিমানে আত্মঘাতী হল এক কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিদ জেলায়।পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সী ওই কিশোরকে বন্ধুর সঙ্গে মাঠে খেলতে যেতে বারণ করেন মা। তার পরিণতি যে এমন মর্মান্তিক হতে পারে, তা কেউ আন্দাজ করতে পারেনি! জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ ওই কিশোরের বাড়িতে আসে এক বন্ধু। দু’জনে বাইরে খেলতে যেতে চাইলে নিষেধ করেন মা। জানান, বাইরে প্রচণ্ড রোদ। বিকেলে রোদ কমলে যেন খেলতে যায়। ততক্ষণ দু’জনে বাড়িতে থাকুক। আর সেখানেই বিপত্তি। বন্ধুর সঙ্গে বাইরে খেলার অনুমতি না মেলায় ছেলেটি তার বাবা-মায়ের ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। কয়েক ঘণ্টা পরে ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 
  • Link to this news (বর্তমান)