• ফর্ম সেভেন ইস্যুতে বলাগড়ে বিক্ষোভ তৃণমূলের
    দৈনিক স্টেটসম্যান | ২১ জানুয়ারি ২০২৬
  • তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বলাগড় ব্লকের কয়েক হাজার সংখ্যালঘু ভোটারের নামে ফর্ম সেভেন পূরণ করে জমা দেওয়া হয়েছে। তাঁদের দাবি, যাঁদের নামে এই ফর্ম জমা পড়েছে, তাঁরা প্রকৃত ভোটার। তাঁদের নামে ফর্ম ৭ জমা পড়ায় ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানির পরিকল্পনাও করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    এর প্রতিবাদেই এদিন বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলাগড় ব্লক তৃণমূল নেতৃত্ব, প্রাক্তন বিধায়ক অসীম মাজি, বর্তমান জেলা পরিষদ সদস্য রুনা খাতুন, পূজা ধর, কোর কমিটির সদস্য নবীন গঙ্গোপাধ্যায়, শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় ও সঞ্জয় দাস-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী।

    বলাগড় সংখ্যালঘু সেলের সভাপতি মীর জসিমউদ্দীন অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে বেছে বেছে তৃণমূল সমর্থকদের নামেই ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে। যাঁরা এই ফর্ম জমা করেছেন, তাঁদের নাম প্রকাশ করার দাবি তোলেন তিনি। তাঁর আরও অভিযোগ, বিজেপি প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে এবং নির্বাচন কমিশন সেই কাজে সাহায্য করছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান জসিমউদ্দীন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)