অয়ন শর্মা, কিরণ মান্না: মর্মান্তিক! ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ চিকিত্সকের। ডিউটি সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরের ঘটনা। জানা গিয়েছে, এড়াসাল রুরাল হাসপাতালের মেডিক্যাল অফিসার ৩০ বছরের চয়নদীপ দাসের লরির ধাক্কায় মৃত্যু হয়। তিনি ডিউটি শেষে বাড়ি ফেরার পথে বাইকে ছিলেন। রাত আটটার সময় দীঘা চন্ডিপুর রোডের ১১৬ বি নন্দকুমার জাতীয় সড়কের গড় গ্রামে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়।
লরিটি ধাক্কা মারার পর রাস্তায় ছিটকে পড়েন চয়নদীপ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে তিনি কাতরাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় চয়নদীপকে প্রথমে স্থানীয় চন্ডিপুর বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। কয়েক ঘন্টা চিকিৎসা নেওয়ার পর তাঁকে গ্রিন করিডোরে অ্যাম্বুলেন্সে কলকাতায় পাঠানো হয়। কিন্তু পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবার ও স্থানীয়রা দুর্ঘটনাটিকে রহস্যজনক মনে করছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, লরিট লরিটি পালিয়ে গেছে। বাইকের চাকার দাগ লক্ষ্য করা গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার দুপুর ১২টায় এসএসকেএমে ময়নাতদন্ত করা হবে। পরিবার পূর্ব মেদিনীপুর থেকে পৌঁছেছেন, এবং চিকিৎসক সংগঠনের সদস্যরা মর্গের সামনে উপস্থিত থাকবেন। চয়নদীপ দাসের গ্রাম মির্জাপুরে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল কোয়ার্টারে থাকা এই তরুণ চিকিৎসকের আকস্মিক মৃত্যু পুরো চিকিৎসক মহলকে শোকস্তব্ধ করে দিয়েছে।
একজন চিকিত্সক বলেন, 'চিকিৎসক সংগঠনের বক্তব্য কাকিমা (চয়নের মা)-র সঙ্গে কথা হয়েছে। কাকিমা বলছেন এবং আবেদন করছেন যাতে পোস্টমর্টেম ঠিকঠাক হয়। উনি নিজে দেখেছেন যে টায়ারের দাগ লরির নয়, সেটা বাইকের চাকার দাগ। পেটের উপর দিয়ে চলে গিয়েছে। উনি বারবার কাকুতি-মিনতি করে আবেদন জানাচ্ছেন পোস্টমর্টেম যাতে ঠিক হয়, তদন্ত যাতে ঠিক হয় তার আবেদন বারবার জানাচ্ছেন।এই মুহূর্তে আমাদের সকলকে একজোট হয়ে সত্য উদঘাটনের জন্য তীক্ষ্ণ নজর রাখা জরুরি। এবং সঠিক সত্য জানার জন্য পদক্ষেপ নিতে হবে।'
উল্লেখ্য, চয়নদীপের আদি বাড়ি মেদিনীপুরে। বর্তমানে তিনি হাওড়ার আন্দুলে থাকতেন। সেখানে থেকেই চণ্ডীপুরের হাসপাতালে যাতায়াত করতেন। SSKM হাসপাতালের ২০১৩ সালের ব্যাচের ছিলেন এই তরুণ চিকিৎসক। সম্প্রতি চয়নদীপ নিট-পিজি ক্র্যাক করেছিলেন। এরপর বিসি রায় মেমোরিয়াল হাসপাতালে এমডি পেডিয়াট্রিক্স করার সুযোগ পান। কিন্তু স্বপ্ন অধরাই রয়ে গেল।
প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত পৈলান বাজারে কাছে দুর্ঘটনা। স্থানীয়দের বক্তব্য, যে ডায়মন্ড হারবার দিক থেকে SD 16 রুটের বেসরকারি বাস ও একটি মালবাহী লরি আসছিল রেষারেষি করে। আর পৈলান বাজারে কাছে এসে দুর্ঘটনা ঘটে। বেশ কয়েক জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতাল ও বেশ কিছু জন কে ইএস আই হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিংসার পর ছেড়ে দেয়। তবে বাসের চালকের চোট লেগেছে, ঘটনাটি ঘটেছে বুধবার বুধবার সকাল ৬:৩০ নাগাদ, তবে হতাহতের ঘটনা ঘটেনি।