• ৯৮তম অস্কার মনোনয়নের তালিকায় কোন কোন ছবি? কবে, কোথায় সরাসরি সম্প্রচার?
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৬
  • বছরভর প্রতীক্ষায় থাকেন সিনেপ্রেমীরা। অস্কারের তালিকায় জায়গা করে নেবে কোন কোন ছবি? ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা হতে এখনও মাস দেড়েকের অপেক্ষা। তার আগে চূড়ান্ত মনোনয়নের দৌড়ে থাকবে কোন কোন সিনেমা? কবে, কখন প্রকাশ্যে আসবে তালিকা?

    গোল্ডেন গ্লোব এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড-সহ বেশ কিছু পুরস্কারের পরে, অস্কার ২০২৬-এর মঞ্চও যে জমে উঠবে এ কথা বলাই যায়। মার্চ মাসে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত এই বহু প্রতীক্ষিত অ্যাকাডেমি পুরস্কারের জন্য ২৪টি বিভাগে মনোনীতরা প্রতিযোগিতা করবেন। চলতি বছর, প্রথম বার সেরা কাস্টিং-এর বিভাগেও (যাঁরা যে কোনও সিনেমায় কলাকুশলীদের ঠিক করেন) পুরস্কৃত করা হবে।

    ২২ জানুয়ারি বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০-৭টা নাগাদ শুরু হবে অস্কারের মনোনয়ন। Oscar.com, Oscars.org, অ্যাকাডেমির ডিজিটাল প্ল্যাটফর্ম (ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক), ABC News Live, Disney প্লাস-এ অস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে। তবে ভারতে সরাসরি সম্প্রচারিত হবে দেখা যাবে জিও হটস্টারে।

    অস্কার ২০২৬-এর চূড়ান্ত মনোনয়নের দৌড়ে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে ‘হোমবাউন্ড’-এর সম্ভাবনা ইতিমধ্যেই আরও জোরাল হয়েছে। প্রাথমিক ভোটিং পর্ব পেরিয়ে ছবিটি এখন রয়েছে সেরা ১৫টি ছবির তালিকায়। নীরজ ঘায়ওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ আন্তর্জাতিক স্তরেও ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

  • Link to this news (এই সময়)