• হস্টেল থেকে উদ্ধার আইটিআই পড়ুয়ার ঝুলন্ত দেহ, রহস্যমৃত্যুর তদন্তে পুলিশ
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৬
  • মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় অবস্থিত সরকারি আইটিআই কলেজের ছাত্রাবাস থেকে দ্বিতীয় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো। মৃত পড়ুয়ার নাম অর্ণব সরকার (২০)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের থাউর এলাকায়। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হোস্টেলে নিজের ঘরে একাই ছিলেন অর্ণব। রাতের খাবার সময় পেরিয়ে গেলেও, নিজের রুম থেকে না বেরোনোয় সহপাঠীরা ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না মেলায়, তাঁরা কর্তৃপক্ষকে খবর দেন। দরজা ভিতর থেকে লাগানো থাকায়, কর্তৃপক্ষের তরফে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে দরজা খোলার পরই দেহ মেলে। পুলিশ সূত্রের খবর, গলায় গামছার ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছিল অর্ণবের দেহ। তড়িঘড়ি দেহ নামিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    এই ঘটনায় পরিবারের তরফে বুধবার পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। মৃতের এক কাকার উক্তি, ‘ছেলে বোকামি করেছে। কাকে আর দোষ দেব!’ তাঁদের অনুমান, প্রেমে আঘাত পেয়েই আত্মহত্যা করেছেন অর্ণব। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দার দাবি, অর্ণব একটি মেয়েকে পছন্দ করতেন। সম্প্রতি, তাঁর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। তারপর থেকেই অবসাদে ভুগছিলেন অর্ণব। যদিও এই বিষয়ে পুলিশের তরফে বুধবার পর্যন্ত কিছু বলা হয়নি।

    অর্ণবের কলেজের এক শিক্ষক বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা! আমরা পরিবারের পাশে আছি।’ বুধবার বিকেল নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)