• নতুন স্টপেজ একাধিক এক্সপ্রেস ট্রেনের, কোন ট্রেন কোথায় দাঁড়াবে?
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৬
  • কলকাতা-লালগোলা-কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেসের জন্য অতিরিক্ত স্টপেজ ঘোষণা করল পূর্ব রেল। আপাতত পরীক্ষামূলক ভাবে এই স্টপেজ দেওয়া হয়েছে।

    পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩১১৩/১৩১১৪ কলকাতা-লালগোলা-কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস এ বার থেকে কাশিমবাজার স্টেশনে দাঁড়াবে।

    ১৩১১৩ নম্বর ট্রেনটি (কলকাতা থেকে লালগোলাগামী) ২৬ জানুয়ারি থেকে কাশিমবাজারে দাঁড়াবে। সকাল ১০টা ৫ মিনিটে কাশিমবাজারে পৌঁছবে ট্রেনটি, ১ মিনিট দাঁড়িয়ে ছাড়বে ১০টা ৬ মিনিটে।

    অন্যদিকে ১৩১১৪ লালগোলা থেকে কলকাতাগামী ট্রেনটি ২৬ জানুয়ারি থেকে কাশিমবাজার দাঁড়াবে। ট্রেনটি বিকেল ৫টা ১৬ মিনিটে কাশিমবাজারে দাঁড়াবে, ১ মিনিট দাঁড়িয়ে ৫টা ১৭ মিনিটে ছাড়বে।

    এছাড়াও আরও কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে পরীক্ষামূলক ভাবে কিছু স্টেশনে দাঁড়ানোর কথা জানিয়েছে রেল

  • Link to this news (এই সময়)