আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian coast guard) ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে হলদিয়ায় এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। মঙ্গলবার উপকূলরক্ষী বাহিনীর অনুষ্ঠানে আকর্ষণীয় মোটরবাইক র্যালির আয়োজন করা হয়েছিল। যা একদিকে যেমন ছিল শক্তি ও শৃঙ্খলার প্রদর্শন, তেমনই ছিল দেশের উপকূল সুরক্ষায় বাহিনীর অটল অঙ্গীকারের প্রতীক।
কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার্স–৮, হলদিয়ার উদ্যোগে এবং আইসিজিএস অমৃত কউর-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই র্যালির সূচনা হয় হলদিয়ার পিআর সেল থেকে। আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে র্যালির উদ্বোধন করেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) রিফাইনারির নির্বাহী পরিচালক শ্রী এস কে দাস। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কমান্ডার ডিআইজি আনোয়ার খান, টিএম-সহ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আধিকারিক ও জওয়ানরা।
৩৫ জন দক্ষ বাইকচালককে নিয়ে গঠিত এই র্যালি প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দশকের গৌরবময় যাত্রাকে শ্রদ্ধা জানাতেই এই প্রতীকী ৫০ কিলোমিটার পথ বেছে নেওয়া হয়।
এদিনের এই বর্ণময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি শ্রী এস কে দাস বলেন, “ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নিরবচ্ছিন্নভাবে ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন দেশের উপকূল ও সামুদ্রিক সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করছে। তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আত্মত্যাগ দেশের নিরাপত্তার অন্যতম শক্ত ভীত।” পাশাপাশি তিনি সামুদ্রিক নিরাপত্তা, উপকূলীয় সুরক্ষা এবং জাতীয় স্বার্থ রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে মোটরবাইক র্যালি ছিল সুবর্ণজয়ন্তী বর্ষে সারা দেশে আয়োজিত একাধিক সচেতনতা ও জনসংযোগমূলক কর্মসূচির অংশ। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে উপকূলরক্ষী বাহিনীর ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং উপকূলীয় এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল মূল লক্ষ্য।
র্যালি চলাকালীন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ করতালির মাধ্যমে সকলকে উৎসাহিত করেন। শৃঙ্খলা, সৌহার্দ্য ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিয়ে ব্যাপক জনসমর্থন ও প্রশংসার মধ্য দিয়ে এই বিশেষ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।