আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মকালে জলের সমস্যা মেটাতে আংশিক ভূগর্ভস্থ জলাধার সহ বুস্টার পাম্পিং স্টেশনের শিলান্যাস হল কলকাতা পুরসভার ১২ নং বোরোর ১০৬ নম্বর ওয়ার্ডে। ইএম বাইপাসের পাশে মন্দির পাড়া উত্তরণে (অভিষিক্তা-১-এর বিপরীতে) মঙ্গলবার প্রকল্পের শিলান্যাস করেন কলকাতার মেয়র তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ। এমএমআইসি (এসডব্লিউএম) ও বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরো-১২-এর চেয়ারম্যান শ্রী সুশান্ত কুমার ঘোষও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী অরিজিৎ দাস ঠাকুর।
জানা গিয়েছে, জলাধারটির ধারণ ক্ষমতা ৪০.৮৬ লক্ষ লিটার। আগামী ২৪ মাসের মধ্যে প্রকল্প শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির জন্য মোট খরচ ধার্য করা হয়েছে আনুমানিক ১২ লক্ষ টাকা। এই জলাধার এবং বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হয়ে গেলে ১০৬ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জলের সরবরাহ আরও উন্নত হবে। এর ফলে কালীতলা মেন রোড, দক্ষিণায়ন সোসাইটি, স্কুল রোড, শ্রী হরি পল্লি, স্কোয়্যারল্যান্ড পার্ক এবং গোল্ডেন পার্ক এলাকার মানুষ উপকৃত হবেন।