দায়িত্ব নিয়েই বঙ্গ সফরে নিতিন নবীন, নজরে BJP-র জেলার হাল
আজ তক | ২২ জানুয়ারি ২০২৬
সদ্য দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়েই বুঝিয়ে দিলেন, টার্গেট পশ্চিমবঙ্গ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনই যে আপাতত বিজেপি-র অন্যতম টার্গেট, তার প্রমাণ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের পশ্চিমবঙ্গ সফর। আগামী ২৭ জানুয়ারি পশ্চিমবঙ্গে আসছেন নিতিন নবীন। সূত্রের খবর, বাংলায় নির্বাচনে দলের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি বঙ্গ বিজেপি-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।
প্রথমেই বঙ্গ সফরে নিতিন নবীন
২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব নিয়েছেন নিতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের নয়া সভাপতি সম্পর্কে বলেন, 'নিতিন নবীন আমারও বস।' RSS-এর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত নিতিন। নিতিনকে স্বাগত ভাষণেও পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নাম না করে নিশানা করেন প্রধানমন্ত্রী। বলেন, 'বিজেপিতে আমি একজন কার্যকর্তা। নিতিন নবীনই এখন আমার বস্। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সভাপতি হওয়ার জন্য আমি নিতিনকে অভিনন্দন জানাই। আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট হবে তামিলনাড়ু, অসম, পশ্চিমবঙ্গ, পুদুচেরী ও কেরলে। এই রাজ্যগুলির জনবিন্যাস নিয়ে বারবার চর্চা হয়েছে। সেটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে আমার বিশ্বাস, বিজেপি কর্মীরা তাদের পরিশ্রমে পাঁচ রাজ্যেই সাফল্য আনবে।'
দুর্গাপুরেও যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
নয়া দায়িত্ব নিয়ে প্রথমেই বাংলা সফরে আসছেন নিতিন নবীন। জানা গিয়েছে, ২৭ ও ২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গে থাকবেন তিনি। যাবেন দুর্গাপুরে। শুধুমাত্র বঙ্গ বিজেপি-র নেতৃত্বের সঙ্গেই বৈঠক করবেন না তিনি। দেখা করবেন বিজেপি-র জেলা সংগঠনের নেতা-নেত্রীদের সঙ্গেও। অর্থাত্, পশ্চিমবঙ্গে জেলায় বিজেপি-র সংগঠনের কী হাল, সেটাও নিজে চোখে খতিয়ে দেখতে চাইছেন নিতিন নবীন। সূত্রের খবর, একাধিক বৈঠকের মধ্যে একটি বৈঠকে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়ায় দলের কী অবস্থান হবে, তা নিয়েও আলোচনা করবেন তিনি।
SIR ইস্যুতে রাজ্য বিজেপি-র অবস্থান নিয়ে বার্তা
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু এসআইআর। তৃণমূল কংগ্রেস লাগাতার এই ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশন ও বিজেপি-কে নিশানা করছে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার SIR প্রক্রিয়ায় মানুষের হয়রানির ইস্যু তুলছেন। তৃণমূলের এই স্ট্র্যাটেজির পাল্টা কী কৌশল বঙ্গ বিজেপি নেবে, তা নিয়ে রাজ্য নেতৃত্বকে বার্তা দেবেন নিতিন নবীন।