• I-PAC তদন্তে আরও গতি? কলকাতায় ED ডিরেক্টরের সফরে বড় জল্পনা
    আজ তক | ২২ জানুয়ারি ২০২৬
  • রাজ্যে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীন। ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার তিনি কলকাতায় আসবেন। গত ৮ জানুয়ারি আইপ্যাকে তল্লাশিতে যাওয়া তদন্তকারী আধিকারিকদের নিয়ে আলাদাভাবে বৈঠকে বসতে পারেন রাহুল নবীন। তল্লাশি চলাকালীন যেভাবে তাঁদের কাজে প্রশাসনিক বাধা দেওয়ার অভিযোগ উঠছে, সেই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন, তা নিয়ে পরামর্শ দিতে পারেন ইডি ডিরেক্টর।

    আগামী ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে  IPAC মামলার শুনানি। তার আগেই কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুন নবীন। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন তিনি। ইডি ডিরেক্টরের সঙ্গে রাজ্যে আসছেন আরও তিন আইনি পরামর্শদাতা। সূত্র মারফত জানা যাচ্ছে, ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন রাহুল নবীন। বৈঠক হতে পারে সিবিআই-এর সঙ্গেও।

    সম্প্রতি তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কলকাতার অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযান, পরবর্তী পরিস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  IPAC কর্তা প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে সেদিন যে সমস্ত আধিকারিক, অফিসাররা তল্লাশিতে গিয়েছিলেন, তাঁদের সঙ্গেও রাহুল বৈঠক করবেন বলে সূত্রের খবর।
  • Link to this news (আজ তক)