মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য অতিরিক্ত ১৪০টি পদ ঘোষণা
দৈনিক স্টেটসম্যান | ২২ জানুয়ারি ২০২৬
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অতিরিক্ত পদ তৈরির আবেদন জানিয়েছিলেন ডব্লিউবিসিএস আধিকারিকরা। মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিধানসভা ভোটের আগে সেই প্রতিশ্রুতি রাখা হল। এর ফলে ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) আধিকারিকদের একটি বড় অংশ উপকৃত হবেন বলে নবান্ন সূত্রের খবর।
জয়েন্ট সেক্রেটারি ও সমতুল পদ ছিল ২৫০টি পদ। নতুন করে ১০০টি যুক্ত হওয়ায় মোট পদের সংখ্যা দাঁড়াল ৩৫০। স্পেশাল সেক্রেটারি ও সমতুল পদ ছিল ১০০টি। ৪০টি নতুন পদ যুক্ত হয়ে মোট হল ১৪০। একই নির্দেশে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও পদবৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। নতুন করে বাড়ানো জয়েন্ট সেক্রেটারি পদের মোট সংখ্যার ৪০ শতাংশ, অর্থাৎ ১৪০টি পদ, কনভার্সনের মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে উন্নীত করা যাবে।
প্রশাসনিক মহলের মতে, এতে ধারাবাহিক প্রোমোশনের রাস্তায় দীর্ঘদিনের জট অনেকটাই কাটবে। দীর্ঘদিন ধরে প্রোমোশন জট ও উচ্চপদে পৌঁছনোর সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ ছিল। এই ঘোষণার মাধ্যমে তা প্রশমিত করাই হল মূল লক্ষ্য। একই সঙ্গে রাজ্য ক্যাডারের মনোবল চাঙ্গা করতে রাজনৈতিক বার্তাও স্পষ্ট।