• রাজপথে টহল দিচ্ছে সেনা, স্বাভাবিক হয়নি অসমের কোকরাঝাড়
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে অসমের কোকরাঝাড়। বড়ো এবং আধিবাসী জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সোমবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তিনদিন কাটলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। বুধবার অসমের দুই মন্ত্রীর উপস্থিতিতে রাজপথে ফ্ল্যাগ মার্চের পর শান্তি বৈঠকের আয়োজন করেন সেনাকর্তারা।  কোকরাঝাড়ে বড়ো এবং আধিবাসী জনগোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দু’জন। আহত আরও তিনজনের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কারিগাঁও এবং এর আশেপাশের এলাকায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সদস্যরা টহল দেয়। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, জনগণের মধ্যে ভয়ের পরিবেশ কাটিয়ে তুলতে সেনাবাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় ফ্ল্যাগ মার্চ করা হয়। বর্তমানে জেলায় মোট চার কলাম সেনা রয়েছে। প্রশাসনের তরফে হিংসায় আক্রান্ত বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় বিভিন্ন স্কুলে। পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিয়েছেন অন্তত ১২০০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোকরাঝাড় ও পার্শ্ববর্তী চিরাং জেলায় নিরাপত্তা বাড়ানো  হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, কোকরাঝাড়ে হিংসার ঘটনার পর সেনার পাশাপাশি সিআরপি, র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও অসম পুলিশকে মোতায়েন করা হয়েছে।   
  • Link to this news (বর্তমান)