পুলিশের বিরুদ্ধে এফআইআরের নির্দেশের পর বিচারকই বদলি
বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
লখনউ: জামা মসজিদে এএসআই সমীক্ষার প্রতিবাদ। সেই ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের সম্ভল। পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল পাঁচজনের। গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিলেন আরও অনেকে। জখমদের মধ্যে ছিলেন আলম নামে এক ব্যক্তি। গুলিচালনার সেই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে চলতি মাসে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন সম্ভলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বিভাংশু সুধীর। পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া সেই বিচারককেই এবার বদলির নির্দেশ জারি হল। এলাহাবাদ হাইকোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, সুধীরের জায়গায় সম্ভলের নতুন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট পদে আনা হয়েছে সিনিয়র ডিভিশনের দেওয়ানি বিচারকের দায়িত্বে থাকা আদিত্য সিংকে। ঘটনাচক্রে, সম্ভলের জামা মসজিদে এএসআই সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন এই আদিত্য সিংই।সম্ভলের জামা মসজিদের জায়গায় হরিহর মন্দির ছিল, এই দাবিতে এএসআই সার্ভের আবেদন মঞ্জুর করেছিলেন দেওয়ানি বিচারক আদিত্য সিং। সেই সার্ভের প্রতিবাদ থেকেই ২০২৪ সালে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের এই শহর। পুলিশের গুলিতে জখম আলমের বাবা ইয়ামিন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর দাবি ছিল, ঘটনার সময় ছেলে ঠেলা গাড়ি করে বিস্কুট বিক্রি করছিল। তা সত্ত্বেও খুনের উদ্দেশ্যে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই আবেদনের ভিত্তিতেই চলতি মাসে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুধীর সার্কেল অফিসার অনুজ চৌধুরী, কোতোয়ালি থানার ইন-চার্জ অনুজ তোমার সহ পুলিশকর্মীদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেন।