• সই নকল করে বিজেপি গুচ্ছ ফর্ম ৭ জমা দিয়েছে, রাজস্থানে সরব কংগ্রেস
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • জয়পুর: ফর্ম সেভেন নিয়ে চূড়ান্ত জালিয়াতি! পরিকল্পিতভাবে তালিকা থেকে বেছে বেছে কংগ্রেসের সমর্থক ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এজন্য সই জাল করে গুচ্ছ গুচ্ছ ফর্ম সেভেন জমা দিয়েছে বিজেপি। এমনই অভিযোগে সরব কংগ্রেস। এই ঘটনা ‘গণতন্ত্রের হত্যা’ বলে দাবি করেছে হাত শিবিরের।রাজস্থানে চলতি এসআইআরের খসড়া তালিকায় ৪৫ লক্ষ ভোটারের নাম বাদ যায়। কমিশনের তরফে আপত্তি জানানোর সময়সীমা প্রথমে ১৫ জানুয়ারি নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ১৯ জানুয়ারি করা হয়। রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা বলেন,   ‘৩ জানুয়ারি পর্যন্ত পুরো প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে চলছিল। কিন্তু ওই দিন বিজেপির জাতীয় সংগঠন সম্পাদক বি এল সন্তোষ রাজস্থানে আসেন। তারপরই জালিয়াতির মাধ্যমে ভোটার তালিকায় নাম যোগ ও বাদ দেওয়ার কাজ শুরু হয়।’ কমিশনের তথ্য উল্লেখ করে তিনি জানান, ১৭ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারির মধ্যে বিজেপির ৯৩৭ জন বুথ স্তরের প্রতিনিধি মোট ৫ হাজার ৬৯৪ জন ভোটারের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন।  যেখানে কংগ্রেসের ১১০ জন প্রতিনিধি মাত্র দুজনের নাম বাদ দেওয়ার আবেদন করেন। এরপর গত বৃহস্পতিবার এই সময়সীমা বাড়ায় কমিশন। দোতাসরা বলেন, ‘আমরা আগেই সন্দেহ করেছিলাম কমিশন ও বিজেপির যোগসাজশে এই সময়সীমা বাড়তে পারে। এর একমাত্র উদ্দেশ্য হল, কংগ্রেস সমর্থদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। বাস্তবে সেটাই হয়েছে।’ তিনি বলেন, রাজ্যের কিছু এলাকায় একদিনে ১৩ হাজারের বেশি,কোথাও ১৬ হাজারেরও বেশি নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে। অভিযোগ, প্রতিটি বিধানসভা কেন্দ্রে হাজার হাজার কম্পিউটারে ছাপা ভুয়ো ফর্ম তৈরি করা হয়েছে। তাতে বিএলওদের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। অনেক বিএলও সেকথা প্রকাশ্যেই বলেছেন যে, তাঁরা ওইসব ফর্মে সই করেননি। কংগ্রেস নেতা জানান, বিষয়টি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে লিখিতভাবে জানানো হয়েছে। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)