• বক্তব্য ‘ঘৃণাভাষণ’, কোর্টে ধাক্কা খেলেন স্ট্যালিন-পুত্র
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • চেন্নাই: সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে আদালতে বিপাকে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তাঁর ২০২৩ সালের বিতর্কিত মন্তব্য ‘ঘৃণাভাষণ’। এসংক্রান্ত মামলার পর্যবেক্ষণে এমনই জানাল মাদ্রাজ হাইকোর্ট। একইসঙ্গে তামিলনাড়ুর শাসক দল ডিএমকেরও তীব্র সমালোচনা করেছে হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, গত ১০০ বছর ধরে লাগাতার লাগাতার হিন্দুত্বের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে ডিএমকে ও তার পূর্বসূরী। তারপরেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উলটে সাজা পেয়েছেন অভিযোগকারীরাই। আদালত বলেছে, ঘৃণা ভাষণের অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে তামিলনাড়ুতে কোনও মামলাই দায়ের হয়নি। সবকটি মামলাই রাজ্যের বাইরে হয়েছে।২০২৩ সালে একটি অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধির মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। তিনি বলেন,  ‘কিছু জিনিসের বিরোধিতা করা যায় না। তাদের সমূলে বিনাশ করতে হয়। ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার মতোই সনাতন আদর্শকেও মুছে ফেলতে হবে।’ তারপরেই স্ট্যালিনপুত্রের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে সরব হয় বিজেপি। দায়ের হয় একাধিক মামলা। যদিও উদয়নিধির দাবি ছিল, তাঁর মন্তব্যের অপব্যখ্যা করা হয়েছে। যদিও এদিন আদালত বলেছে, ‘তামিল শব্দবন্ধ সনাতন ওঝিপ্পু স্পষ্টভাবে গণহত্যা ও সাংস্কৃতিক ধ্বংসের ইঙ্গিত দেয়।’
  • Link to this news (বর্তমান)