• পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • পুরী: জগন্নাথধামে শীঘ্রই বোমা বিস্ফোরণ হবে—সোশ্যাল মিডিয়ার এমন হুমকি বার্তা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে পুরীতে। রাতারাতি বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা। ‘জুলি রানি পান্ডা’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই দেওয়া হয় ওই হুমকি। ওই পোস্টে দাবি করা হয়, ‘জগন্নাথ মন্দির ও পুরী গ্র্যান্ড সেন্টারে বোমা বিস্ফোরণ হবে এবং বিজেডির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়াকে লক্ষ্য করে একজন বন্দুকবাজ হামলা চালাবে।’মঙ্গলবার ওই হুমকি চোখে পড়তেই পুলিশের দ্বারস্থ হন সাংসদ। পুলিশের দাবি, যাঁর নামে ওই অ্যাকাউন্ট, তিনি গোটা বিষয়টির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। আতঙ্ক ছড়ানোর জন্য কেউ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছে বলে তদন্তকারীদের অনুমান। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুরীর সাইবার থানায় দায়ের হয়েছে এফআইআর। পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানান, সিটি ডিএসপির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। জগন্নাথ মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মন্দিরের ভেতর ও বাইরে তল্লাশি চালিয়েছে বম্ব স্কোয়াড। বাড়ানো হয়েছে সাংসদের নিরাপত্তাও।
  • Link to this news (বর্তমান)