নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য নেতারা ব্যর্থই। বুথ রক্ষার দায়িত্ব চাপবে তাই ‘বহিরাগত’ দলীয় নেতাদের উপর। বুধবারের বৈঠকে বাংলার নেতাদের একথা সাফ জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বাংলার পাশাপাশি অন্য চার ভোটমুখী রাজ্যেও বুথ কমিটি শক্তিশালী করার বার্তা দিয়েছেন নবীন। কিন্তু, অন্য রাজ্যের ক্ষেত্রে এভাবে বুথ রক্ষার দায়িত্ব বহিরাগত নেতৃত্বের উপর চাপানোর কথা তিনি বলেননি। এদিনের বৈঠকে বাংলা সহ সবক’টি রাজ্যই তাদের সাংগঠনিক রিপোর্ট পেশ করেছে। আর বাংলার রিপোর্ট দেখে রীতিমতো অসন্তুষ্ট নবীন। কারণ, ভোট দোরগোড়ায় কড়া নাড়লেও বুথ কমিটি সেভাবে মজবুত হয়নি বাংলায়। বিশেষ করে সংখ্যালঘু প্রভাবিত এলাকাগুলিতে সেভাবে দাঁতই ফোটাতে পারেনি রাজ্য বিজেপি। তা স্পষ্ট হয়েছে সাংগঠনিক রিপোর্টে। এমনই দাবি দলীয় সূত্রে। তবে, পরে বিজেপি নেতা অরুণ সিং দাবি করেছেন, বৈঠকে সভাপতি জানিয়েছেন, বাংলা এবং তামিলনাড়ুতে বিজেপির জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের সম্প্রসারিত কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দিনভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলের নতুন সর্বভারতীয় সভাপতি। সেখানে উপস্থিত ছিলেন সংঘের নেতারাও। পাঁচ ভোটমুখী রাজ্যের মধ্যে এদিনের বৈঠকে অন্যতম ফোকাস ছিল বাংলার উপরই। সূত্রের খবর, আগামী সপ্তাহেই বাংলায় যাচ্ছেন নীতিন নবীন।অন্যদিকে, দলের নতুন সর্বভারতীয় সভাপতির নাম কীভাবে লিখতে হবে, সংবাদমাধ্যমের জন্য এবার তার বানান বিধিও তৈরি করে দিল বিজেপি। তারা জানিয়েছে, হিন্দিতে ‘নিতিন নবীন’ বানানে লিখতে হবে দলের সর্বভারতীয় সভাপতির নাম। হিন্দির পাশাপাশি ইংরেজিতেও তাঁর নামের বানান বিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।