সংবাদদাতা, চাঁচল: এসআইআরের শুনানিকে ঘিরে হয়রানি ও আতঙ্কের অভিযোগে তপ্ত মালদহ। আতঙ্কে এক ভোটারের মৃত্যুর অভিযোগ করে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। বুধবার চাঁচল ২ ব্লক তৃণমূলের উদ্যোগে মালতীপুর লাইব্রেরি মাঠ থেকে মিছিল শুরু হয়। উপস্থিত ছিলেন মৃত মহম্মদ জলিল শেখের স্ত্রী বলরামপুরের বাসিন্দা অমিসা বিবি। মিছিলে নেতৃত্ব দেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। মিছিল শেষ হয় ব্লক দপ্তরের সামনে শুনানি কেন্দ্রের কাছে। সেখানে ধিক্কার সভায় মৃত জলিলের কবর থেকে আনা মাটি কপালে মেখে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের শপথ নেন বিধায়ক সহ তৃণমূলের শতাধিক নেতাকর্মী। রহিম তাঁর মাসিক সাম্মানিক থেকে মৃতের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। পরে সভার মঞ্চে একের পর এক আক্রমণ করেন বিজেপিকে লক্ষ্য করে। অভিযোগ, পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রান করছে কেন্দ্রের বিজেপি সরকার।রহিমের কথায়, এসআইআর আতঙ্কে বহু মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সাধারণ মানুষ বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিরোধে নামবেন বলে হুঁশিয়ারি দেন। যদিও পরে সংবাদমাধ্যমের সামনে রহিম দাবি করেন, তিনি কাউকে হুমকি দেননি। বলেন, বিজেপি নেতাদের উসকানিমূলক রাজনীতিই পরিস্থিতি বিপজ্জনক করে তুলছে। লক্ষ লক্ষ মানুষের রোজগার বন্ধ করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে। সহ্যের সীমা পার হলে সাধারণ মানুষ পথে নামবে।বিজেপির দক্ষিণ মালদহ জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় পাল্টা বলেন, রহিম যে ভাষায় আক্রমণ করছেন, তার জবাব দিতে আমাদের রুচিতে বাধে। তিনি মাত্রা ছাড়িয়ে গিয়েছেন। এবার আর ছেড়ে কথা বলা হবে না। মালতীপুরে তৃণমূলের ধিক্কার মিছিল।-নিজস্ব চিত্র