পরিষেবা দিয়ে শহরের ভোটব্যাংক তৃণমূলে টানাই চ্যালেঞ্জ দিলীপের
বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পরিষেবা প্রদান করে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের দিকে ভোট টানাই এখন কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যান দিলীপ সাহার মূল চ্যালেঞ্জ। গত লোকসভা নির্বাচনে কোচবিহার পুরসভা এলাকায় প্রায় ১৮ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এবার সামনে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে যাতে কোনও মতেই তৃণমূল কংগ্রেস শহরে বিজেপি থেকে পিছিয়ে না পড়ে সেদিকে অনেক আগে থেকেই নজর দিয়েছে তৃণমূল।বুধবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ সাহা। পেশায় শিক্ষক দিলীপবাবু ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে কোচবিহার শহরের রাজনীতির সঙ্গে যুক্ত। প্রথম দিন থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। পাশাপাশি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির পদেও আছেন। এদিন দায়িত্বভার গ্রহণের পর সন্ধ্যায় কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন দিলীপবাবু। তিনি পুরসভার দায়িত্ব নেওয়ায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাতে পরোক্ষে পুরসভার রাশ চলে এলো বলেই মনে করা হচ্ছে। এদিন পুরসভার চেয়ারম্যান নির্বাচনের জন্য ডাকা বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে প্রায় সমস্ত কাউন্সিলার উপস্থিত থাকলেও, প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন না।কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহা বলেন, আমাকে মনোনীত করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই। তিনি কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসাবে গড়ে তুলছেন। উন্নয়নের কর্মসূচি নিয়েছেন। তার সুফল যাতে পাই সেদিকে নজর দেব। কর, নামজারি নিয়ে কিছু সমস্যা আছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সেই সমস্যা মেটানোর চেষ্টা করব। শহরে প্রচুর উন্নয়নের কাজ হচ্ছে। মানুষের কাছে প্রত্যাশা করব কাজের নিরিখে আমাদের পাশে থাকবেন।দলের জেলা সভাপতি তথা কোচবিহার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ দে ভৌমিক বলেন, পূর্ববর্তী চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেছেন। নতুন বোর্ড মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আশা করছি, শহরের ভোটের ব্যবধান থাকবে না। সাতদিনের মধ্যে ব্যবসায়ী সমিতির সঙ্গে জটিলতা মিটে যাবে। কর সংক্রান্ত মতবিরোধও থাকবে না।এদিকে, কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, এদিন বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় চার ঘণ্টা পুরসভার চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলারদের সঙ্গে বৈঠক হয়েছে। ব্যবসায়ীদের যে সমস্ত সমস্যা নিয়ে সমস্যা হচ্ছিল, সেসবের সমাধান নিয়ে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি, পরবর্তী বোর্ড মিটিংয়ে সমস্যাগুলির সুষ্ঠু সমাধান হয়ে যাবে। • কোচবিহার পুরসভার নয়া চেয়ারম্যান দিলীপ সাহাকে সংবর্ধনা। - নিজস্ব চিত্র।