রায়গঞ্জে এসে কৃষ্ণ-গৌতমকে আক্রমণ সুকান্ত মজুমদারের, পালটা বিধায়কের
বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পরিবর্তন সংকল্প যাত্রায় এসে বুধবার একযোগে রায়গঞ্জ ও করনদিঘির বিধায়ক গৌতম পালকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কৃষ্ণ কল্যাণীকে মীরজাফর, কলির কৃষ্ণ এবং নাম না করে করনদিঘির বিধায়ককেও আক্রমণ করেন তিনি। জেলার প্রবীণ কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্তকেও এদিন বিজেপির হাত ধরার বার্তা দেন তিনি। এদিন শিলিগুড়ি মোড় থেকে বিজেপির পদযাত্রা শহর পরিক্রমা করে রায়গঞ্জ স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যায়। সেখানেই জনসভা করেন সুকান্ত। বলেন, আমরা দ্বাপর যুগের কৃষ্ণকে পুজো করি। কিন্তু কলিযুগে রায়গঞ্জে দু’চারটে কৃষ্ণ আছে। এই কৃষ্ণ হচ্ছে মীরজাফর। আমাদের ভোটে জিতে পালিয়েছে। ভেবেছে বাঁচবে। জেলা বিজেপি নেতৃত্বকে সামনে বসিয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, কৃষ্ণ কল্যাণীকে টিকিট দিয়ে দেখাক। তাঁকে হারানোর সবরকম ব্যবস্থা করব।পালটা বিজেপিকে কংসের সঙ্গে তুলনা করে কৃষ্ণ বলেন, এত ঘোর কলিযুগ আসেনি যে কৃষ্ণকে কংস বধ করবে। সাংসদের জানা উচিত, কংসকে ধ্বংস করেছেন কৃষ্ণই। অন্যদিকে, মোহিত বিজেপিকে আক্রমণ করে বলেন, আরএসএস জানে বাম-কংগ্রেস থাকলে সংগঠন করতে পারবে না। সুকান্ত মজুমদার একজন অধ্যাপক। তাঁর মুখে এসব মানায় না। জাত, ধর্ম শেষ করে কংগ্রেস ছেড়ে এখন যাব বিজেপিতে? এটা কখনই হবে না। বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে এসব বলছে।