নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অযৌক্তিক অজুহাতে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছে। এই অভিযোগ তুলে বুধবার বর্ধমানে জেলাশাসকের অফিসের সামনে তৃণমূল বিক্ষোভ দেখায়। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রবীণ নেতা স্বপন দেবনাথ, রাসবিহারী হালদার সহ অন্যানরা উপস্থিত ছিলেন। তৃণমূলের দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কোনও ভোটারকে শুনানিতে ডাকা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে হবে। ভোটারদের বাসস্থান থেকে শুনানি কেন্দ্রের দূরত্ব কমাতে হবে। তৃণমূল নেতৃত্বর দাবি, এসসি, এসটি ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাঁদের অনেকের কাছেই কোনো নথি নেই। অথচ তাঁরা এই এলাকারই স্থায়ী বাসিন্দা। তৃণমূল নেতা স্বপন দেবনাথ বলেন, নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্ত মানা হবে না। এসসি, এসটি ভোটাররা কি অপরাধ করেছে? ওদের নাম কেন বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে, তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, বিভিন্ন ব্লকের নেতারা কার্জনগেটের সামনে জমায়েত হন এদিন। অশান্তি এড়াতে পুলিশ ব্যারিকেড তৈরি করে। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৃণমূলের প্রতিনিধি দল জেলাশাসকের কাছেও স্মারকলিপি জমা দেয়।