সংবাদদাতা, ঝাড়গ্রাম: লালগড়ের বেলাটিকরি গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপুর তরুণ সংঘের সরস্বতী পুজো ঘিরে সাজসাজ রব। পুজোর প্রস্তুতি ঘিরে ক্লাব কর্তৃপক্ষের তৎপরতা তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও ৪০ হাজার টাকার অজন্তা ইলোরার আঙ্গিকে এখানে মেদিনীপুর শহর থেকে সরস্বতীর প্রতিমা আসছে।এনিয়ে ক্লাবের পুজো ২৭ বছরে পা দিল। পূর্বপাড়ার চন্দ্রপুর তরুণ সংঘ ক্লাবের ৪৫জন সদস্য নিজেদের উদ্যোগেই এত বছর এই পুজো চালিয়ে আসছেন। ক্লাবের অন্যতম উদ্যোক্তা রজত পাঠক, রঞ্জন পাঠক, অঞ্জন পাঠক, গৌরাঙ্গ পাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। পাড়া প্রতিবেশী ও এলাকার বাসিন্দারা এই পুজোর জন্য সাধ্যমতো আর্থিক সহায়তা করেন। এবার সরস্বতী পুজোয় ক্লাবের বাজেট দু’লক্ষ টাকা। পুজো উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার দুঃস্থ মানুষজনের বস্ত্র বিলির কর্মসূচি রয়েছে। সেই সঙ্গে ক্লাবের পুজো মণ্ডপের পাশে খেলাধুলোর বিভিন্ন আয়োজন, নৃত্যানুষ্ঠান হবে। ঝাড়গ্রামের লালগড় এলাকায় যে কয়েকটি সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় এই চন্দ্রপুর তরুণ সংঘ ক্লাবের পুজো অন্যতম। এই ক্লাবের পাশের মাঠেই মেলা বসবে। ইতিমধ্যে পুজো মণ্ডপের কাজ জোর কদমে চলছে। ক্লাবের সভাপতি অসিত মণ্ডল বলেন, আমাদের ক্লাবে ৪৫ জন সদস্য আছে, নিজেদের আর্থিক সহায়তায় এতবছর পুজো চালিয়ে আসছি। এলাকার অনেকেই সাধ্যমতো আর্থিক সাহায্য করেন। ক্লাবের সম্পাদক অনুপ পাঠক বলেন, এবার আমাদের প্রতিমা মেদিনীপুর থেকে আসছে। অজন্তা ইলোরার আঙ্গিকে এখানে সরস্বতীর প্রতিমা হয়। সরস্বতী পুজোর আগের দিন দুঃস্থ মানুষজনকে বস্ত্র বিলি কর্মসূচি রয়েছে। গ্রামীণ সংস্কৃতিতে যে সমস্ত খেলাধুলো আছে, তা অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের নৃত্যানুষ্ঠান থাকছে। গত বছরের সরস্বতী পুজো।