কুলটি স্কুল বয়েজ ক্লাবে এবার সরস্বতী পুজোর থিম কেদারনাথ
বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সরস্বতী পুজোতেও থিমের ছড়াছড়ি। মণ্ডপে নানা থিমের পাশাপাশি বহু প্রতিমা এবার ‘কিউট সরস্বতী’ রূপে। এবার কুলটি স্কুল বয়েজ ক্লাব ঘটা করে সরস্বতী পুজোর আয়োজন করছে। পুজোর থিম কেদারনাথ। কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। সেখানে মা সরস্বতীর পাশেই অবস্থান করবেন মহাদেব। আপার কুলটির পুনুরি এলাকার এই ক্লাবের পুজো এবার অষ্টম বর্ষে পা দিল। প্রতিবারই ঘটা করে পুজোর আয়োজন হয়। এবার আয়োজনে বাড়তি জোর দেওয়া হয়েছে বলে পুজো উদ্যোক্তা মৃন্ময় মণ্ডলের দাবি। দিনরাত এক করে পরিশ্রম করছে প্রকাশ মণ্ডল। শুক্রবার সরস্বতী পুজো হবে। শনিবার মহিলাদের জন্য থাকবে শঙ্খ প্রতিযোগিতা ও মোমবাতি প্রতিযোগিতা। তুষার মাজি বলেন, খুদেদের জন্য আয়োজন করা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। ২৬ জানুয়ারি ঘটা করে সাধারণতন্ত্র দিবস পালন করা হবে। ২৮ জানুয়ারি প্রতিমা বিসর্জন করা হবে। পুজো উদ্যোক্তাদের দাবি, ক্লাবের পুজো হলেও সবাই একে নিজেদের বাড়ির পুজো মনে করে।-নিজস্ব চিত্র