• এসআইআরে হয়রানি ইস্যুতে একাধিক সভা করবে তৃণমূল
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, রামপুরহাট: আর এসআইআর ইস্যু যে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে মুখ্য হাতিয়ার, তা আর বলার অপেক্ষা রাখে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষের হয়রানিকে সামনে রেখে রামপুরহাটে একাধিক সভা করতে চলেছে তৃণমূল। তাতে রাজ্যস্তরের কোনও না কোনও নেতৃত্ব উপস্থিত থাকবেন। বুধবার রামপুরহাটের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনই কর্মসূচির কথা ঘোষণা করেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২৭ জানুয়ারি রামপুরহাট-১ ব্লকের আয়াস, কুসুম্বা ও নারায়ণপুর অঞ্চল নিয়ে দাদপুর বাতাসপুর হাইস্কুল গ্রাউন্ডে সভা হবে। ২৯ তারিখ বনহাট, কাষ্টগড়া, মাসড়া, খরুণ এবং বড়শাল অঞ্চলের মানুষদের নিয়ে জাতীয় সড়কের ধারে মনসুভা মোড়ে সভা হবে। ৩০ জানুয়ারি রামপুরহাট শহরের ১৮টি ওয়ার্ড এবং দখলবাটি অঞ্চলকে সংযুক্ত করে শহরে সভা হবে। প্রতিটি সভায় প্রদেশ নেতৃত্বদের কেউ না কেউ হাজির থাকবেন। মূলত এসআইআরকে কেন্দ্র করেই সভাগুলি সংগঠিত হবে। অর্থাৎ এসআইআরের নামে মানুষকে হয়রানি ও অপদস্থ করার জন্য নির্বাচন কমিশনকে ঢাল করে বিজেপির ষড়যন্ত্র তুলে ধরা হবে। আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি ভার্চুয়াল বৈঠকও করবেন। পরবর্তীতে রামপুরহাট বিধানসভার মহম্মদবাজারের ব্লকের ছ’টি অঞ্চল নিয়েও একটি সভা হবে গণপুরে। তার দিন পরে জানিয়ে দেওয়া হবে।উল্লেখ্য, নোটবন্দির ছবিকেও ছাপিয়ে যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিস হাতে সাধারণ মানুষের লাইন। বিডিও অফিসগুলিতে উপচে পড়ছে ভিড়। ব্যাপক হয়রানির মুখে পড়তে হচ্ছে ভোটারদের। মৃত্যুর খবরও আসছে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভোটাররা। যদিও হয়রানি কমিয়ে আনতে মাঠে সর্বদা তৃণমূলের কর্মীরা রয়েছেন। রামপুরহাট ১ ও ২ ব্লক, নলহাটি ২, মুরারই ১ ও ২ ব্লক অফিসগুলির বাইরে দলের তরফে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। বিজেপিও সহয়তা কেন্দ্র খুললেও তা ফাঁকা। নেতাকর্মীর কারও দেখা নেই। তৃণমৃলের দাবি, এই হয়রানির মূলে বিজেপি ও তাঁদের ‘বি’ টিম নির্বাচন কমিশন। সাধারণ মানুষের ক্ষোভের আঁচ পেয়ে বিজেপির লোকজন সহায়তা কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন। যদিও বিজেপির জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল বলেন, সহয়তা কেন্দ্রগুলিতে কেন কর্মীরা থাকছেন না, তা খোঁজ নিয়ে দেখছি। তবে, গ্রামেগঞ্জে দলের কর্মীরা সাধারণ ভোটারদের সহয়তা করছেন।রাজনৈতিক মহলের মতে, এসআইআরের উপর নির্ভর করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। যদিও বিজেপির দাবি, তাঁদের জয়ের তালিকার মধ্যে অন্যতম রয়েছে রামপুরহাট বিধানসভা। স্বভাবতই এই বিধানসভার উপর বাড়তি নজর দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তবে, আশিসবাবু বলেন, দিবাস্বপ্ন দেখছে বিজেপি। এবার এই বিধানসভায় মা মাটি মানুষের প্রার্থীর জয়ের ধারা অব্যাহত থাকবে। ফলাফলের দিন ওরা আকাশ থেকে পড়বে। রামপুরহাটে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)