অলকাভ নিয়োগী, বিধাননগর: যেন পুজোর আনকোরা পোশাক। নতুন বইয়ের সুগন্ধ অনেকটা তেমনই। সে গন্ধে এখন ম ম করছে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ। মেলায় ঢোকার জন্য উদগ্রীব হয়ে রয়েছে অসংখ্য মানুষ। সে প্রতীক্ষার অবসান। আজ বিকেল চারটের সময় ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মেগা উদ্বোধন। ৪৯ বার ঘণ্টা বাজিয়ে মেলার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই প্রবেশ করতে পারবেন পাঠকরা। মেলা চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত। গতবার ২৭ লক্ষ মানুষ এসেছিলেন। এবার তার থেকেও বেশি জনসমাগম আশা করছে গিল্ড। ভিড় নিয়ন্ত্রণে প্রস্তুত বিধাননগর কমিশনারেট।এখন মেলার স্টলের কাঠামো সেজে উঠছে নকশায়। অহরহ মিনি ট্রাক, ম্যাটাডোর বই নিয়ে ঢুকছে মেলাপ্রাঙ্গণে। বইমেলার সঙ্গে মেট্রোয় সরাসরি সংযোগ এখন হাওড়া ও ধর্মতলার। তাই বাড়তি ভিড়ের সম্ভাবনা রয়েছে। তা মোকাবিলায় প্রস্তুত বিধাননগর কমিশনারেট। নিরাপত্তা রক্ষায় থাকছে পুলিশের ছ’টি স্পেশাল বাহিনী। ২০২৭ সাল কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী বর্ষ। এবার প্রাক সুবর্ণজয়ন্তী বলে মেলা ঘিরে বাড়তি আবেগ। ছোটো-বড়ো মিলিয়ে হাজারেরও বেশি স্টল হয়েছে। অংশ নিচ্ছে ২১টি দেশ। ২০২২ সালে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হয়েছিল। তারপর মেলায় আসা পাঠকের সংখ্যা বৃদ্ধি পায়। এবছর এই রুটে ধর্মতলা ও হাওড়া সংযুক্ত হয়েছে। তাই বহু দূরের পাঠকরাও মেট্রো পরিষেবার সুযোগ নিয়ে মেলায় আসবেন। ভিড় নিয়ন্ত্রণে ও নিরাপত্তার কারণে সিসি ক্যামেরায় মুড়েছে মেলাপ্রাঙ্গণ। বাহিনীকে এবার স্পেশাল কয়েকটি টিমে ভাগ করেছে বিধাননগর কমিশনারেট। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ বলেন, ‘ভিড় নিয়ন্ত্রণ সহ নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। হাজারেরও বেশি ফোর্স মোতায়েন থাকছে। থাকছে সাদা পোশাকের পুলিশ, অ্যান্টি ক্রাইম, নাইট গার্ড, উইনার্স, ই-স্কুটার ইত্যাদি টিম।’ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে বলেন, ‘এবার প্রাক সুবর্ণজয়ন্তী বর্ষ। গত ৪৯ বছরে আমাদের সবথেকে বড় প্রাপ্তি হল, মুখ্যমন্ত্রীর সৌজন্যে নিজস্ব ঠিকানা পেয়েছে বইমেলা। তা না হলে এখনও ভবঘুরের মতো প্রকাশক ও পাঠকদের ঘুরতে হত।’ গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘আজ উদ্বোধনের কারণে ৩, ৪, ৫ ও ৬ নম্বর গেট নিয়ন্ত্রণে থাকবে। আমাদের আশা প্রথম দিন সন্ধ্যাতেই পাঠকদের প্লাবন নামবে।’ গিল্ডের যুগ্ম সম্পাদক শুভঙ্কর দে বলেন, ‘আমরা যাঁদের সদ্য হারিয়েছি সেই শ্রদ্ধেয় প্রফুল্ল রায়, প্রতুল মুখোপাধ্যায়ের নামে বইমেলায় দু’টি তোরণ হচ্ছে। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন তৈরি হচ্ছে কবি রাহুল পুরকায়স্থের নামে।’ -নিজস্ব চিত্র