• এসএসসির মেধা তালিকা প্রকাশ
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) বুধবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা ও ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় ১৮ হাজার ৯০০ প্রার্থীর নাম প্রকাশ করল। সন্ধ্যা ৬টার পর থেকে কমিশনের তিনটি ওয়েবসাইট তথা ওয়েব পোর্টাল থেকে তা দেখতে পাচ্ছেন প্রার্থীরা। এর পাশাপাশি, ইন্টারভিউয়ে ডাক পেলেও মেধা তালিকায় না আসা প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে অধিকাংশই ইন্টারভিউয়ে অনুপস্থিত ছিলেন। তাছাড়া, শিক্ষকতার অভিজ্ঞতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার সংখ্যাও বহু। জাতিগত সংরক্ষণ সম্পর্কে ভুল দাবি করে বাদ গিয়েছেন অনেকে। সূত্রের খবর, চলতি মাসের শেষ থেকে সফল প্রার্থীদের কাউন্সেলিং শুরু হতে পারে। এই শ্রেণিতে প্রায় ১২ হাজার ৫০০টি শূন্যপদ রয়েছে।
  • Link to this news (বর্তমান)