অভিষেকের সেবাশ্রয়-২ থেকে উপকৃত সাড়ে তিন লক্ষ মানুষ
বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাফল্যের সঙ্গে চলছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়-২ কর্মসূচি। টানা ৪৭ দিন ধরে স্বাস্থ্য পরিষেবার এই শিবিরগুলি চলছে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা এলাকায়। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য বলছে, এই শিবিরগুলি থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন সাড়ে তিন লক্ষ মানুষ। বিভিন্ন শারীরিক পরীক্ষা করানো, বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান, অস্ত্রোপচার, গুরুতর অসুস্থদের হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা হয়েছে সেবাশ্রয়-২ শিবিরে।মঙ্গলবার ডায়মন্ডহারবারের এসডিও মাঠে সেবাশ্রয়-এর মডেল শিবির পরিদর্শনে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আসা সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। এই মডেল শিবিরটি দোতলা। সেখানে আইসিইউ-এর সুবিধা রয়েছে। এই মুহূর্তে সেখানে তিনজন রোগী চিকিৎসাও চলছে। এদিন বিশেষভাবে সক্ষমদের ট্রাইসাইকেল বিতরণও করা হয়। তাছাড়া একটি নৌকাকে সেবাশ্রয়ের থিম হিসাবে সাজানো হয়েছিল, যা সকলেরই নজর কাড়ে। অভিষেক জানান, আমাদের একটাই ধর্ম, মানবধর্ম। জাতি-বর্ণ-ধর্ম-দলমত নির্বিশেষে ডায়মন্ডহারবারবাসীর সেবায় এবং সুস্বাস্থ্যের লক্ষ্যে সেবাশ্রয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমার সংসদীয় এলাকা থেকে শুরু হওয়া সেবাশ্রয় কর্মসূচি এখন দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজস্ব চিত্র