২৮ ফুটের প্রতিমা! কাজাখ ও ভারতীয় সংগীতের মেলবন্ধনে বাগদেবী-বন্দনা
বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জীবনে প্রথমবার তাঁরা এসেছেন কলকাতায়। তাও আবার সরস্বতী পুজোয়। জাত-ধর্মের বেড়াজাল ভেঙে সরস্বতী বন্দনায় কাজাকিস্তানের নৃত্য দল ও অর্কেস্ট্রা। আয়োজনে টালা পার্ক প্রত্যয়। বুধবার টালা পার্ক প্রত্যয়ের সরস্বতী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। সেখানেই কাজাখস্তানের ব্যালে ট্রুপ এবং অর্কেস্ট্রার সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান পরিবেশন করেন সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এবং এল সুব্রহ্মণ্যম। তবলায় সংগত করেন পণ্ডিত তন্ময় বসু। সরস্বতী বন্দনায় আলো-আঁধারি মোহময়ী পরিবেশে মায়াবী হয়ে উঠেছিল গোটা এলাকা। বরাবর দুর্গাপুজোয় তাক লাগিয়েছে টালা পার্ক প্রত্যয়। পাঁচবছর ধরে সরস্বতী পুজোতেও চমক থাকে।এবছরও ২৮ ফুটের সরস্বতী! দেবীর সামনেই কাজাকিস্তানের ব্যালে ট্রুপ এবং অর্কেস্ট্রার সঙ্গে কবিতা কৃষ্ণমূর্তি, পি সুব্রামানিয়াম এবং পণ্ডিত তন্ময় বসুর যৌথ উপস্থাপনায় ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মেলবন্ধনে অনবদ্য সন্ধ্যা উপহার দিয়েছে তারা। ক্লাবকর্তা ধ্রুবজ্যোতি বসুর মস্তিষ্কপ্রসূত দেবীবন্দনার এই অভিনব অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রতিমা শিল্পী পরিমল পাল পাঁচবছর ধরে ঠাকুর গড়ছেন টালা প্রত্যয়ের পুজোয়। এবছরও বিদ্যার দেবী শান্তি এবং সৌম্যের প্রতীক। ২৮ ফুটের শ্বেতশুভ্র দেবীর থেকে চোখ ফেরানো ভার। উদ্বোধনের দিনেই ভিড় উপচে পড়ে মণ্ডপ প্রাঙ্গণে। পরিমল পালের কথায়, বিদ্যার দেবী সরস্বতী স্নিগ্ধতা এবং সৌম্যের নিদর্শন। তাই ঠাকুরের সজ্জা গোটাটাই সাদার উপর করা হয়েছে। শান্তির প্রতীক। সাদা রঙের আয়রন স্ট্রাকচারে জমিদার বাড়ির দালান ফুটিয়ে তুলেছেন শিল্পী অনির্বাণ। নিজস্ব চিত্র
Link to this news (বর্তমান)