নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল শিশুর। বুধবার এন্টালি থানা এলাকার কনভেন্ট রোডে নির্মীয়মাণ একটি বিল্ডিংয়ের লিফটের গর্তে উদ্ধার হয় প্রীতম রাজবংশী নামের ওই বছর তিনেকের শিশুর দেহ। এন্টালি থানার পুলিশ এসে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। খুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যার দিকে রাজকুমার রাজবংশী নামে এক ব্যক্তি এন্টালি থানায় পৌঁছে জানান, তাঁর ৩ বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ জানতে পারে, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ওই খুদে তার মায়ের সঙ্গে একটি নির্মীয়মাণ চার তলা বিল্ডিংয়ের ছাদে যায়। ছাদে মেলা জামা-কাপড় তুলতেই মায়ের সঙ্গে সে গিয়েছিল বলে জানা গিয়েছে। একটা সময় মা ছেলেকে ছাদ থেকে নেমে যেতে বলেন। কিছুক্ষণ পরে মা-ও নীচে নেমে আসেন। কিন্তু, তিনি নেমে আসার পর ছেলেকে খুঁজে পাননি। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনও সাড়া-শব্দ মেলেনি। এমনকী, ওই চত্বরের আশপাশেও খোঁজাখুঁজি করা হয়। হন্যে হয়ে চারদিক খুঁজেও ছেলেকে পাননি বাড়ির লোকেরা। একটা সময় থানায় যাওয়া ছাড়া আর কোনও উপায় খুঁজে পাননি রাজবংশী দম্পতি। অগত্যা সন্ধ্যার দিকে শিশুর বাবা এন্টালি থানায় পৌঁছে পুলিশের সাহায্য চান।সেইমতো ঘটনাস্থলে পৌঁছে যায় এন্টালি থানার পুলিশ। গোটা এলাকাজুড়ে খোঁজাখুজি শুরু হয়। অবশেষে ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ের লিফটের গর্তের ভিতর অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শিশুটিকে। তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, নির্মীয়মাণ লিফটের গর্তে কোনওভাবে পড়ে গিয়েছিল ওই খুদে। তখনই সে মাথায় গুরুতর চোট পায়। গোটা ঘটনায় এখনও পর্যন্ত অস্বাভাবিক কিছু চোখে পড়েনি পুলিশের। সূত্রের খবর, নির্মীয়মাণ বিল্ডিংয়ের লিফটের গর্তের চারপাশে টিন দিয়ে ঘিরে রাখার নিয়ম রয়েছে। কিন্তু, এক্ষেত্রে তা ছিল না বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।