• হিরণের বিরুদ্ধে থানায় প্রথম স্ত্রী
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ ফের চর্চায়। তবে এবার তিনি চর্চায় ফিরলেন রাজনৈতিক বা সিনেমার বিষয়ে নয়। হিরণের পিছু নিয়েছে বিবাহ বিভ্রাট! মঙ্গলবার হিরণ ও ঋতিকা গিরির বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। আর তার জেরেই বুধবার প্রথম স্ত্রী অনিন্দিতা দ্বারস্থ হলেন পুলিশের। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই প্রথম স্ত্রী জানিয়ে দিয়েছিলেন, তাঁদের ২৫ বছরের বৈবাহিক জীবনের কথা। স্মরণ করিয়েছিলেন, এক কন্যা সন্তানও রয়েছে তাঁদের। অনিন্দিতা চট্টোপাধ্যায়ের এমন মন্তব্যের পর বুধবার সামাজিক মাধ্যমে ঋতিকা পালটা লিখেছেন। ঋতিকার বক্তব্য, ‘অনিন্দিতাকে ডিভোর্সের নোটিস পাঠানো হয়েছে।’ তাঁর আরও দাবি, ‘গত পাঁচ বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই বিয়ে অনেক আগেই হয়েছে।’ আরও অনেক কথার শেষে ঋতিকা বলেছেন, ‘বেআইনি মনে হলে, ওঁকে আইনি পদক্ষেপ নিতে বলুন।’ এরপর বুধবার রাতের দিকে অনিন্দিতাকে আনন্দপুর থানায় দেখা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, হিরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে। তার ভিত্তিতে মামলা রুজু করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)