• Live: লরির সঙ্গে ধাক্কা লেগে আগুন চলন্ত বাসে, মৃত ২
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৬
  • শবরীমালা মন্দিরে সোনা চুরি মামলার তদন্তে নয়া মোড়। মঙ্গলবার সকাল থেকেই একসঙ্গে কেরালা, কর্নাটক, তামিলনাড়ুর ২১টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই জায়গাগুলি থেকে তল্লাশি অভিযানে ED-র হাতে এসেছে প্রায় ১.৩ কোটি টাকার সম্পত্তি।

    ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কন্টেনার লরির সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় দুটি গাড়িতেই। সকালে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায়। জানা গিয়েছে, বাসটির ডানদিকের একটি চাকার টায়ার ফেটে যায়। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি লরিতে। আগুনে পুড়ে গিয়ে মৃত্যু হয়েছে ট্রাকের চালকের। বাস চালক জানালা ভেঙে পালানোর চেষ্টা করলেও, দেহের একাধিক জায়গায় পুড়ে যাওয়ার কারণে তাঁরও মৃত্যু হয়।

    স্কুলে যাওয়ার পথে আর্মি ভ্যানের চাকায় পিষে মৃত্যু হলো এক খুদের। বুধবার ঘটনাটি ঘটেছে সেকেন্দ্রাবাদের ত্রিমুলঘেরি এলাকায়। জানা গিয়েছে, মায়ের সঙ্গে স্কুটিতে চড়ে যাচ্ছিল ক্লাস ওয়ানের ওই পড়ুয়া। আর কে পুরম ফ্লাই ওভারের কাছে একটি আর্মির ট্রাক পিছন থেকে এসে স্কুটিতে ধাক্কা মারে। স্কুটি থেকে পড়ে যায় বছর সাতের শিশুটি। এর পরে তাকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি। ঘটনার তদন্ত করছে নাদেরমাট থানার পুলিশ। জানা গিয়েছে, শিশুটির বাবা, ভারতীয় সেনায় নিযুক্ত রয়েছেন। বর্তমানে কাশ্মীরে তাঁর পোস্টিং।

  • Link to this news (এই সময়)