• কর্মীদের নিয়ে ভার্চুয়াল সভা অভিষেকের, কলকাতায় ED-র ডিরেক্টর, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৬
  • বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। এর মধ্যে আজ, বৃহস্পতিবার দলের নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ–২), বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতৃত্ব এবং পঞ্চায়েত ও পুরসভা স্তরের কর্মীরা উপস্থিত থাকবেন। বৈঠকে অভিষেক SIR নিয়ে তিনি বার্তা দিতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর।

    প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে ED-র তল্লাশি নিয়ে সরগরম গোটা রাজ্য। এর মধ্যেই আজ কলকাতায় আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান রাহুল নবীন। জানা গিয়েছ, এটা তাঁর রুটিন সফর। ED-র তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে সেখানে আইপ্যাক মামলা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

    বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে ‘পরিবর্তন সংকল্প সভা’ করছে বিজেপি। আজ হবে হাওড়ায়। সেখানে বিকেল সাড়ে ৩টেয় যোগ দেবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নন্দীগ্রামে একটি মিছিল করার কথা রয়েছে তাঁর।

    চলতি বছরেই পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা ভোট। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ এই ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিযুক্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন দলের সদ্য নিযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। একই সঙ্গে সব ঠিক থাকলে, আগামী ২৭ জানুয়ারি বাংলায় আসারও কথা রয়েছে তাঁর।

    শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। প্রথম দিনেই সার্ভিসেসের বিরুদ্ধে নামছে বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মুখোমুখি হবে দুই দল। চোটের জন্য ছিটকে গিয়েছেন উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। তাঁর জায়গায় মাঠে নামতে পারেন সুমিত নাগ।

  • Link to this news (এই সময়)