• স্কুলে যাওয়ার পথে সেনাবাহিনীর গাড়ির চাকায় পিষে মৃত্যু খুদের
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৬
  • স্কুলে যাওয়ার পথে সেনাবাহিনীর ট্রাকের চাকায় পিষে গিয়ে মৃত্যু হলো সাত বছর বয়সি এক পড়ুয়ার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সেকেন্দ্রাবাদের ত্রিমুলঘেরি এলাকায়। সূত্রের খবর, ওই পড়ুয়া মায়ের সঙ্গে স্কুটিতে চড়ে স্কুলে যাচ্ছিল। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম পড়ুয়ার মা।

    পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা ভারতীয় সেনায় কর্মরত। বর্তমানে তিনি কাশ্মীরে রয়েছেন। সেনাবাহিনীর সেকেন্দ্রাবাদের একটি স্কুলে ক্লাস ওয়ানের ছাত্র সে। বুধবার সকালে আর কে পুরম ব্রিজে ওঠার সময়ে স্কুটিটিকে পিছন থেকে ধাক্কা মারে সেনাবাহিনীরই একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় শিশুটি। পিছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয় সে। গুরুতর আহত হন পড়ুয়ার মা। সিসিটিভিতে ওই ঘটনার ফুটেজ ধরা পড়েছে।

    জানা গিয়েছে, মৃত ছাত্রের মাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় নিরেদমাট থানার পুলিশ একটি মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)