• সিকিউরিটি চেকিংয়ের অছিলায় কেম্পেগৌড়া বিমানবন্দরে হেনস্থা দক্ষিণ কোরিয়ান তরুণীকে, গ্রেপ্তার ১
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৬
  • সিকিউরিটি চেকিংয়ের অছিলায় দক্ষিণ কোরিয়ার যুবতীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বিমানবন্দরের কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে। তরুণীর অভিযোগের ভিত্তিতে বিমান বন্দরের ওই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করার পরে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আফান আহমেদ। তিনি বিমানবন্দরের চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।

    ঠিক কী ঘটেছিল?

    সূত্রের খবর, তরুণী বিমানবন্দরে গিয়েছিলেন কোরিয়ায় যাওয়ার বিমান ধরতে। সোমবার ইমিগ্রেশনের পরে হঠাৎই নিরাপত্তা কর্মী আফান আহমেদ তরুণীর পথ আটকান। তিনি জানান, তরুণীর টিকিট এবং চেক-ইন লাগেজের কিছু সমস্যা রয়েছে। তাঁকে আরও একবার সিকিউরিটি চেক করা হবে।

    তরুণীর অভিযোগ, এরপরেই ওই তরুণীকে পুরুষদের টয়লেটে নিয়ে যান অভিযুক্ত। জোর করে, তাঁর অনুমতি না নিয়েই তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেন অভিযুক্ত। তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও তাঁর আপত্তি না শুনেই তাঁকে একাধিকবার স্পর্শ করেন। শেষে তাঁকে ‘ধন্যবাদ’ বলে চলে যান অভিযুক্ত। এর পরেই, ওই তরুণী বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে গিয়ে অভিযোগ জানান।

    তরুণীর অভিযোগে ভিত্তিতে সঙ্গে সঙ্গে ওই কর্মীকে আটক করেন নিরাপত্তা কর্মীরা। তাঁকে বিমানবন্দরের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। মহিলা যাত্রীকে একজন পুরুষ নিরাপত্তা কর্মী কেন তল্লাশি করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

  • Link to this news (এই সময়)