• মুড়িগঙ্গায় ফাটল বাংলাদেশি বার্জে, হুড়মুড়িয়ে ঢুকল জল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১১
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৬
  • মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে বাংলাদেশি বার্জ ‘এমভি তামজিদ নাসির’। মঙ্গলবার বিকেলে ঘোড়ামারার কাছে আচমকা ফাটল দেখা যায় ওই বার্জে। মুহূর্তের মধ্যে তাতে জল ঢুকতে শুরু করে। যার জেরেই ঘটে বিপত্তি। তবে বার্জে থাকা ১১ জন কর্মীকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    সূত্রের খবর, বজবজ থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের দিকে যাচ্ছিল বার্জটি। সেই সময় নদীতে ভাটা চলছিল। হঠাৎ করেই বার্জটির মাঝ বরাবর বড় ফাটল দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তা কাত হয়ে নদীতে ডুবে যেতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন। তারাই ডুবন্ত বার্জ থেকে ১১ জন কর্মীকে নিরাপদে উদ্ধার করে আনে।

    প্রশাসন সূত্রে খবর, উদ্ধার হওয়া কর্মীদের মধ্যে ১০ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় রয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পরে ‘এমভি নাসিরউদ্দিন’ নামে অন্য একটি বার্জে করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে তাঁরা সকলেই সুস্থ রয়েছেন।

    বার্জটিতে প্রচুর পরিমাণে ছাই ছিল। দুর্ঘটনার জেরে সেই ছাই নদীর জলে মিশে গিয়েছে। এর ফলে মুড়িগঙ্গায় জলদূষণের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। তবে কী কারণে বার্জটিতে ফাটল ধরল, তা এখন স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে সাগর থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)