আজকাল ওয়েবডেস্ক: ২৩ জানুয়ারি। নেতাজির জন্মদিন। আবার শুক্রবারই সরস্বতী পুজো। সেদিন কলকাতার একাধিক রুটে মেট্রো চলবে কম সংখ্যায়। ২৩ জানুয়ারি ব্লু লাইন ও ইয়েলো লাইনে কম ট্রেন চলবে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি ব্লু লাইনে ২৭২টির বদলে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন মিলিয়ে মোট ২৩৬টি মেট্রো চলবে। ইয়েলো লাইনে ১২০টির পরিবর্তে ৯২টি ট্রেন চলবে। তবে শুক্রবার নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত ২টি আপ মেট্রো চলবে। এখন একনজরে দেখে নিন শুক্রবার মেট্রোর সময়সূচি।
ব্লু লাইনে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫৪ মিনিটে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.২৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৩৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৪৩ মিনিটে।
ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭.১৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭.৪০ মিনিটে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৮.৫৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটে শেষ ট্রেন ছড়বে রাত ৯.১৮ মিনিটে।
এছাড়া রবিবার ১ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার জন্য ব্লু লাইনে আপ ও ডাউনে ১৩০টির বদলে ১৬০টি মেট্রো চালানো হবে। প্রথম মেট্রো মিলবে সকাল ৯টায়। আর রাতে দুটি বাড়তি মেট্রো চলবে বলে জানানো হয়েছে।