• বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • অমরাবতী, ২২ জানুয়ারি: অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনাটি ঘটে গতকাল অর্থাৎ বুধবার রাত ১টা ৩০ মিনিট। পুলিশ জানিয়েছে, নেল্লোর থেকে তেলেঙ্গানার হায়দরাবাদগামী একটি বেসরকারি বাসের টায়ার হঠাৎই চলন্ত অবস্থায় ফেটে যায়। এরপরই  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার টপকে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে সঙ্গে সঙ্গেই লরি এবং বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী। অন্যদিকে, দুর্ঘটনার পরই আতঙ্কিত বাসযাত্রীরা জানালা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন। এলাকার বাসিন্দাদের সাহায্যে বাস কন্ডাক্টর জানালা ভেঙে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। অপরদিকে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে করলেও বাস এবং লরির একাংশ পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।পুলিশ জানিয়েছে, বাস এবং ট্রাকের চালকের পাশাপাশি বাসের সাফাই কর্মী দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন। জখম গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় সরকারি একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে বাসের ৩৬ যাত্রী সুরক্ষিত রয়েছেন। তবে ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাড় ভেঙে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)