• ব্যস্ত সময়ে ব্লু লাইনে থমকাল মেট্রো, নাকাল নিত্য যাত্রীরা
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে আচমকাই মেট্রো বিভ্রাট। অফিস টাইমে থমকাল মেট্রো। নাকাল নিত্যযাত্রীরা। জানা গিয়েছে আজ, বৃহস্পতিবার সকালে ব্লু লাইনে রবীন্দ্র সদন এবং নেতাজি ভবনের মাঝে আচমকাই যান্ত্রিক সমস্যা দেখা দেয়। যার জেরে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয় পরিষেবা। এদিন দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোকে মহানায়ক উত্তমকুমার স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। সমস্ত যাত্রীদের নেমে যেতে বলা হয়। এরপর ময়দান স্টেশনেও রবীন্দ্রসদনগামী একটি মেট্রোকে দাঁড় করানো হয় এবং যাত্রীদের নেমে যেতে বলা হয়।পাশাপাশি যান্ত্রিক ত্রুটির কারণে রবীন্দ্রসদন থেকে নেতাজি ভবন পর্যন্ত পরিষেবা বন্ধ থাকার কথা জানানো হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামতির কাজও শুরু হয়। এই সময়ে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানগর উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক মেট্রো পরিষেবা চালু ছিল। কর্মব্যস্ত সময়ে অসুবিধার সম্মুখীন হন নিত্যযাত্রীরা। তবে ৪২ মিনিট পরই স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। 
  • Link to this news (বর্তমান)