দেশের সীমান্ত সুরক্ষায় উদাসীনতার জন্য রাজ্যকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করালেন দেশের প্রাক্তন সেনাকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া না-থাকা এবং সুরক্ষার ফাঁকফোকর নিয়ে কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের করেছেন তিনি। সেই মামলায় বুধবার তাঁর আইনজীবীর দাবি, এ রাজ্যের সরকার সীমান্তে বেড়া দেওয়া ও সুরক্ষার জন্য জমি অধিগ্রহণ করলেও তার অনেকটাই এখনও বিএসএফকে হস্তান্তর করেনি। যদিও রাজ্য এই অভিযোগের পাল্টা হলফনামা দিয়েছে। প্রশাসনের একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই বিভিন্ন সীমান্তবর্তী জেলায় জমি হস্তান্তরের বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। জমি অধিগ্রহণে ‘ডিরেক্ট পারচেজ় কমিটি’ গঠন করা হয়েছে।
এ দিন কোর্টে সীমান্ত সুরক্ষার জন্য অধিগৃহীত জমি হস্তান্তর করা হচ্ছে না বলে জানান প্রাক্তন সেনাকর্তার আইনজীবী। একটি হিসাবও কোর্টে পেশ করেন তিনি। সূত্রের খবর, রাজ্য ইতিমধ্যে বেড়া দেওয়ার জন্য যে জমি দিয়েছে তা প্রায় ৭১ কিলোমিটার লম্বা। কিন্তু প্রায় ১২৭ কিলোমিটার জমি এখনও বিএসএফকে হস্তান্তর করা হয়নি। এর মধ্যে মালদহে প্রায় ৩১ কিলোমিটার জমি হস্তান্তর করা বাকি। বকেয়া জমিরমধ্যে যা সর্বাধিক।