এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নামে প্রচুর পরিমাণ ৭ নম্বর ফর্ম (ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন) জমা পড়া নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত হুগলিতে। মঙ্গলবার এ নিয়ে বলাগড় ব্লক কার্যালয়ের শুনানি কেন্দ্রে অবস্থান করেছিল তৃণমূল। বুধবার তারা ওই প্রশাসনিক কার্যালয়ের সামনে অসম লিঙ্ক রোড অবরোধ করল।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি অসৎ পথে ভোটেজিততে এক তরফা ভাবে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম ভোটার-তালিকা থেকে বাদ দিতে এই কাণ্ড করছে। বিজেপিঅভিযোগ মানেনি।
দুপুর পৌনে ১টা থেকে মিনিট পনেরো অবরোধ চলে। এর পরে তৃণমূলের বলাগড় ব্লক সংখ্যালঘু সেলের তরফে ব্লক কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ অবস্থান করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্লকে তিন হাজারের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নামে ওই ফর্ম জমা পড়েছে। কিছু লোক এক সঙ্গে বহু মানুষের নামে ৭ নম্বর ফর্ম জমা দিয়েছেন। তাঁদের গ্রেফতারের দাবি তোলা হয়।
ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ব্লকে হাজার পাঁচেক ফর্ম ৭ জমা দিয়েছে বিজেপি। তার মধ্যে তিন হাজারের বেশি সংখ্যালঘুদের নামে। মূলত একটি সম্প্রদায়ের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে তারা।নির্বাচন কমিশন এ কাজে বিজেপিকে সঙ্গ দিচ্ছে।’’
ব্লক প্রশাসনের বক্তব্য, লিখিত অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে। এমন কোনও অভিযোগ এ দিন সন্ধ্যা পর্যন্ত মেলেনি।
তৃণমূলের তোলা অভিযোগ উড়িয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার এসসি-এসটি-ওবিসি মোর্চার সভাপতি বিশ্বনাথ দাসের দাবি, ‘‘আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করছি। তৃণমূল সব শুনানি কেন্দ্রে অশান্তি পাকাতে চাইছে।’’