• কাল থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক পরিষেবা
    বর্তমান | ২২ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল শুক্রবার থেকে পরপর পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক। নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো উপলক্ষ্যে ব্যাংক বন্ধ আগামীকাল। মাসের চতুর্থ শনিবার হিসেবে পরের দিন ছুটি। সোমবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে ছুটির পর ২৭ জানুয়ারি ব্যাংক ধর্মঘট। যেহেতু এটিএমের কর্মচারী সংগঠন এই ধর্মঘটে অংশ নিচ্ছে, তাই ধর্মঘটের প্রভাব থাকবে এটিএমগুলিতেও। প্রসঙ্গত, সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালু রেখে শনি ও রবিবার ছুটির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। ব্যাংক কর্মীদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, আজ বৃহস্পতিবার দিল্লিতে মুখ্য শ্রম কমিশনারের অফিসে বৈঠক ডাকা হয়েছে।

    তাতে ধর্মঘটী সংগঠনগুলির পাশাপাশি যোগ দেবেন ব্যাংকগুলির নিজস্ব সংগঠন ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা আইবিএ’র কর্তারা। পাঁচদিন ব্যাংক পরিষেবা চালু করার দাবিটি অনেক আগেই মেনে নিয়েছিল আইবিএ। যেহেতু বর্তমানে সিদ্ধান্তটি অর্থমন্ত্রকের আওতায় ঝুলে রয়েছে, তাই এই বৈঠকে উপস্থিত থাকবেন ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেসের কর্তারাও। রাজেনবাবু বলেন, পাঁচদিন ব্যাংক পরিষেবা চালুর ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত না-হলে আমরা ধর্মঘটে অনড় থাকব। এদিকে, প্রতি সপ্তাহে শনি-রবি ছুটি এখনো পর্যন্ত না-দেওয়ার ব্যাপারে কেন্দ্র যেভাবে গোঁ ধরেছে, তার বিরুদ্ধে রাজ্য সরকারকে পাশে দাঁড়াতে অনুরোধ করলেন ব্যাংক অফিসাররা। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, পাঁচদিন ব্যাংক পরিষেবা চালুর ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন চেয়ে চিঠি দিয়েছি। এতদিন আমরা যে প্রতিবাদ আন্দোলন করেছি, তা ছিল শান্তিপূর্ণ। আমরা রাজ্যকে জানাতে চাই, তাদের আর্থিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে আমরা বরাবরই পাশে থেকেছি। রাজ্যবাসীকে পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা চাই, আমাদের এই ধর্মঘটকেও মুখ্যমন্ত্রী নীতিগতভাবে সমর্থন করুন।
  • Link to this news (বর্তমান)